shono
Advertisement

Breaking News

স্ত্রীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিতে বিমানবন্দরে তাণ্ডব বাবার! ‘পণবন্দি’ শিশু, চলল গুলি

সাময়িকভাবে বাতিল হয়েছে সমস্ত বিমান।
Posted: 10:18 AM Nov 05, 2023Updated: 10:18 AM Nov 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জার্মানির হামবুর্গ বিমানবন্দরে (Humburg Airport)) পণবন্দি শিশু! চলল গুলি। নিরাপত্তারক্ষীদের অগ্রাহ্য করে বিমানবন্দরের ‘টারম্যাকে’ ঢুকল গাড়ি। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত সাধারণ যাত্রীদের জন্য বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সাময়িকভাবে বাতিল হয়েছে সমস্ত বিমান। গোটা বিমানবন্দর ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সন্তান কার কাছে থাকবে তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর চলছিল। সেইসময় স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে ছেলেকে ছিনিয়ে আনে গাড়িতে থাকা অভিযুক্ত। তিনিই হামবুর্গ বিমানবন্দরে ঢুকে তাণ্ডব চালিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে।

Advertisement

জার্মান সংবাদ সংস্থা DPA সূত্রে খবর, স্থানীয় সময় শনিবার রাত আটটা নাগাদ বেপরোয়া একটি গাড়ি নিরাপত্তার বলয় ভেঙে বিমানবন্দরের ভিতরে ঢুকে আসে। সূত্রের খবর, যে অংশে বিমানগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়, সেই টারম্যাক এলাকায় গাড়ি নিয়ে ঢুকে পড়েন অভিযুক্ত। শূন্যে দুই রাউন্ড গুলিও চালান তিনি। এমনকী, বোতলে আগুন ধরিয়ে তাও টারম্যাক এলাকায় ছুড়ে মারেন। গাড়ির ভিতর এক শিশুও রয়েছে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকা ঘিরে ফেলেছে জার্মান বাহিনী।

[আরও পড়ুন: ভারতের ম্যাচের জন্য ইডেন চত্বরে যান নিয়ন্ত্রণ, কোন রাস্তায় চলবে বাস?]

জার্মানির পুলিশের তরফে জানানো হয়েছে, এক মহিলা ফোন করে ৪ বছরের সন্তানকে অপহরণের কথা জানান। অভিযোগ, তাঁর স্বামী গাড়িতে ছেলেকে তুলে ‘অপহরণ’ করেছেন। কিন্তু অভিযুক্ত কেন বিমানবন্দরে ঢুকে তাণ্ডব চালালেন, তা এখনও অজানা। জার্মান পুলিশের মুখপাত্র থমাস গারবার্ট জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনী গাড়িটিকে ঘিরে ফেলেছে। মনোবিদের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কথা বলা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য় উপযুক্ত পদক্ষেপও নেওয়া হয়েছে। সকলকে হামবুর্গ বিমানবন্দর থেকে বের করে আনা হয়েছে।

[আরও পড়ুন: ‘১৯৬৮ সাল থেকে কর দিই’, সম্পত্তি নিয়ে কুণালের প্রশ্নের জবাব শিশির অধিকারীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement