shono
Advertisement
Singapore

মাঝআকাশে বিমানসেবিকার হাত ধরে টান, শৌচালয়ে নিয়ে গিয়ে এ কী করলেন ভারতীয় যুবক!

তিনবছরের সাজা-সহ জরিমানা হতে পারে তরুণের।
Published By: Subhankar PatraPosted: 09:47 PM Apr 22, 2025Updated: 09:47 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানযাত্রা কালে মাঝআকাশে বিমানসেবিকাকে শৌচালয়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ভারতীয় বংশোভূত তরুণের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী ১৪ মে তাঁকে দোষী সাব্যস্ত করা হবে বলে খবর। ২৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের এয়ারলাইন্সের চাঙ্গি বিমানবন্দরে।

Advertisement

সিঙ্গাপুরের দৈনিক পত্রিকা 'দ্য স্ট্রেটস টাইমস' সূত্রে জানা গিয়েছে, ওই দিন এক বিমানসেবিকা মহিলাযাত্রীকে শৌচালয়ে যেতে সাহায্য করেন। শৌচাগারের সামনেই ছিলেন তিনি। মহিলা বেরিয়ে আসার পর একটি টিস্যু পেপার দেখতে পান সেবিকা। তিনি তা তুলতে নিচু হন। অভিযোগ, সেই সময় ভারতীয় বিমানযাত্রী রজত (পুরো নাম জানা যায়নি) বিমানসেবিকাকে ধাক্কা মেরে শৌচাগারে ঢুকিয়ে দেন। তারপর তিনিও সেখানে প্রবেশ করেন। শৌচাগারে যাওয়া বিমানযাত্রী ঘটনাটি দেখতে পেরে, বাকি কর্মীদের বিষয়টি জানান। নির্যাতিতাকে বাথরুম থেকে টেনে বার করা হয়।

এরপরই পুলিশে খবর দেওয়া হয়। বিমানসেবিকা তরুণের নামে অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তার করা হয় রজতকে। জানা গিয়েছে, তদন্তের পর সোমবার রজতের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। ১৪ মে রজতের দোষী কি না, তা জানাবে আদালত। যদি ভারতীয় তরুণ দোষী প্রমাণিত হয়, তাহলে তিনবছরের সাজা-সহ জরিমানা হতে পারে।

বিমানবন্দর পুলিশ বিভাগের কমান্ডার, সহকারী কমিশনার এম মালাথি বলেন, " বিমানসেবিকারা সকল যাত্রীর নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করেন। আমরা এই ধরনের অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দেখি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিমানযাত্রা কালে মাঝ আকাশে বিমানসেবিকাকে শৌচালয়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ভারতীয় বংশোভূত তরুণের বিরুদ্ধে।
  • দ্ধে। তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী ১৪ মে তাঁকে দোষী সাব্যস্ত করা হবে বলে খবর।
  • ২৮ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের এয়ারলাইন্সের চাঙ্গি বিমানবন্দরে।
Advertisement