shono
Advertisement

Breaking News

‘কত রান করেছিল আপনার ছেলে?’ পরিবারতন্ত্র নিয়ে শাহকে পালটা দিলেন স্ট্যালিনের ছেলে

জয় শাহর BCCI-এর সচিব হওয়া নিয়ে প্রশ্ন তুললেন তামিলনাড়ুর মন্ত্রী।
Posted: 02:20 PM Jul 30, 2023Updated: 02:20 PM Jul 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে (Tamil Nadu) গিয়ে বরাবরের মতো মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin) এবং ডিএমকে (DMK) জোটকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পালটা দিলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন (Undhayanidhi Stalin)। প্রশ্ন তুললেন, কীসের ভিত্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে বসেছেন অমিত শাহর ছেলে জয় শাহ? “কত রান করেছিলেন আপনার ছেলে?”

Advertisement

শুক্রবার রামেশ্বরমে রাজ্য বিজেপির (BJP) প্রধান কে আন্নামালাইয়ের পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন অমিত শাহ। সেখানেই নিজের বক্তব্যে পরিবারতন্ত্রের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং ডিএমকে জোটকে আক্রমণ করেন। এর পর শনিবার চেন্নাইতে ডিএমকে যুব শাখার অনুষ্ঠানে উদয়নিধি জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই বিধায়ক হয়েছেন তিনি। এর পর দলের সিদ্ধান্তে মন্ত্রী হয়েছেন।

[আরও পড়ুন: মণিপুরের রাজ্যপালের হাতে স্মারকলিপি জমা INDIA’র, অনাস্থা নিয়ে দ্রুত আলোচনার দাবি]

শাহর মন্তব্যের প্রসঙ্গ টেনে উদয়নিধি বলেন, “অমিত শাহ বলেছেন যে আমাদের দলের নেতাদের লক্ষ্যই হল আমাকে মুখ্যমন্ত্রী করা। কিন্তু আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই, আপনার ছেলে কীভাবে বিসিসিআই-এর সচিব হলেন?” স্ট্যালিনপুত্রের কটাক্ষ, “তিনি (জয় শাহ) ক’টি ক্রিকেট ম্যাচ খেলেছেন এবং কত রান করেছেন?”

[আরও পড়ুন: ‘হিন্দু-মুসলিম সহাবস্থানে বাধা হয়ে দাঁড়াচ্ছে লাভ জেহাদ’, ফের বিস্ফোরক হিমন্ত]

উল্লেখ্য, জয় শাহর বিসিসিআইয়ের সচিব পদ নিয়ে আগেও বিতর্ক হয়েছে। কীভাবে তিনি একলাফে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম শীর্ষপদে বসলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। শনিবার অমিত শাহর অভিয়োগের উত্তরে ‘পরিবারতন্ত্র’কেই অস্ত্র করলেন স্ট্যালিনের ছেলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement