সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গন্তব্য আপনার! বলাই বাহুল্য, সফরটাও!
কিন্তু, এই সফরের জন্য ট্রেনের যে টিকিটটা আপনি কেটেছেন, তার খরচ কিন্তু শুধুই আপনার একার নয়!
অবাক লাগতেই পারে! কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে, ব্যক্তি পিছু ট্রেনযাত্রার জন্য যে টাকাটা খরচ হয়, তার মাত্র ৪৩ শতাংশ নেওয়া হয় যাত্রীদের কাছ থেকে। বাকি ৫৭ শতাংশ দেয় কেন্দ্র।
Advertisement
এই ব্যাপারটা জনগণকে জানানোর জন্য এবং সচেতনতা বাড়ানোর জন্য বদ্ধপরিকর হয়েছে কেন্দ্র। ঠিক করা হয়েছে, এবার থেকে সরকার টিকিটের যে ব্যয়ভার বহন করছে, সেটা ছাপা থাকবে টিকিটের গায়ে। কাউন্টার থেকে হোক বা অনলাইনে- টিকিট কাটলেই এবার থেকে এই পরিসংখ্যানটা নজরে পড়বে যাত্রীদের, জানিয়েছেন রেলওয়ে বোর্ড-এর এক সদস্য মহম্মদ জামশেদ।
জামশেদ ধরে ধরে আরও জানিয়ে দিয়েছেন, ট্রেনযাত্রার কোন খাতে সরকার কতটা ভরতুকি দিয়ে থাকে! দূর পাল্লার ট্রেনে যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে ভরতুকি দেওয়া হয় ৫৭ শতাংশ এবং শহরাঞ্চলে যাতায়াতে ভরতুকি দেওয়া হয় ৩৭ শতাংশ, জানিয়েছেন মহম্মদ জামশেদ।
এর পরে কি ট্রেনযাত্রায় যাত্রীদের নানা ছোটখাটো ব্যাপারে অসন্তোষ এবং অভিযোগ কমবে?
The post জানেন কি, আপনার ট্রেনযাত্রায় টিকিটের কতটা খরচ দেয় কেন্দ্র? appeared first on Sangbad Pratidin.