shono
Advertisement

পেলভিসে অসহ্য যন্ত্রণা? মুক্তি পাবেন এই উপায়ে

ব্যথার কারণ অনুসন্ধান করে চিকিৎসা করলেই আরাম৷ The post পেলভিসে অসহ্য যন্ত্রণা? মুক্তি পাবেন এই উপায়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:40 PM Mar 28, 2017Updated: 12:44 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝেমধ্যেই দেখা যায় কোনও মেয়ে তলপেটের নিচ থেকে কোমর পর্যন্ত পেলভিসের ব্যথায় হঠাৎই কাবু হয়ে পড়েছে৷ এই অংশে থাকে হাড়, পেশি, লিগামেণ্ট, জরায়ু, ফ্যালোপিয়ন টিউব, গর্ভাশয়, মূত্রথলি, মলদ্বার, অ্যাপেনডিক্স৷ আর এগুলির কোনও একটির জন্যই পেলভিক পেন হতে পারে৷ আবার ঋতুস্রাবের ব্যথার জন্যও অনেকসময় কষ্ট হয়৷ সাধারণত পরবর্তী ঋতুস্রাব হওয়ার দু’সপ্তাহ আগে ডিম্বাণু নিঃসরণের সময়ে পেলভিক পেন হয়ে থাকে৷ কীভাবে মুক্তি পাবেন এই ব্যথা থেকে? পরামর্শ দিচ্ছেন পিয়ারলেস হসপিটালের বিশিষ্ট গাইনোকলজিস্ট ডা. রূপকরঞ্জন রায়৷ শুনলেন সোমা মজুমদার।

Advertisement

ব্যথা কখন হয়: 

  • মহিলাদের একটোপিক প্রেগন্যান্সি হলে প্রেগন্যান্সি ফ্যালোপিয়ন টিউবে হয়৷ এটি একটি প্রাণঘাতী অসুখ, যেখানে প্রাথমিক অবস্থায় সাধারণত কোনও উপসর্গ থাকে না৷ ফলে বেশিরভাগ ক্ষেত্রে গা গোলানো, বমি, পেলভিসে ব্যথা হলে গ্যাসের ব্যথা বলে অনেকে ভুল করেন৷ তাই যৌনক্রিয়ায় সক্রিয় কোনও মহিলার পেলভিসে ব্যথা হলে অবহেলা করা উচিত নয়৷ ব্যথার পিছনে প্রেগন্যান্সিজনিত কারণ আছে কি না বা গর্ভপাত হয়েছে কি না তা দেখা উচিত৷
  • মূত্রনালিতে সংক্রমণ, জরায়ুতে ফাইব্রয়েড এন্ডোমেট্রিওসিস, ওভারিয়ান সিস্ট, কোনও কারণে ইনফেকশন বা সংক্রমণ হলে, ক্রনিক পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, কোষ্ঠকাঠিন্য, অ্যাপেনডিক্স বা আগে কোনও অপারেশন হলে পেলভিক পেইন হতে পারে৷
  • কিছু কিছু ক্ষেত্রে পেলভিসে ব্যথা ক্যানসারের জন্য হয়ে থাকে৷

[সুনীলের গোলে এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ডে মায়ানমার জয় ভারতের]

বিপদ যখন: পেলভিসে ব্যথার সঙ্গে ভ্যাজাইনাল ব্লিডিং৷ ঋতুস্রাবের সময় অস্বাভাবিক ব্যথা৷ সহবাসের পর রক্তক্ষরণ৷ মূত্র-মলের সঙ্গে ঘনঘন রক্তক্ষরণ ও সঙ্গে জ্বর৷

কেমন হবে চিকিৎসা:

  • প্রথমে রোগীর ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়৷ এরপর মূত্র পরীক্ষা, প্রেগন্যান্সি টেস্ট, আলট্রাসোনোগ্রাফি ও কিছু প্রাসঙ্গিক রক্ত পরীক্ষা করা হয়৷ এসব করেও কিছু ধরা না পড়লে সিটি স্ক্যান করা হয়৷ তারপরেও কিছু না জানা গেলে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করে পেটের ভিতরের সম্পূর্ণ ছবি দেখা হয়৷ এরপর পেলভিসে ব্যথার পিছনে যে রোগের কারণ ধরা পড়বে তার চিকিৎসা করা হয়৷ কিছু কিছু ক্ষেত্রে আবার প্রয়োজন পড়লে সার্জারিও করা হয়৷
  • যে কোনও বয়সেই পেলভিক পেইন হতে পারে৷
  • অনেক সময়ই ঋতুস্রাবের সময় পেলভিসে ব্যথা হলে কিশোরীদের অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন৷ যদি অনেকদিন ধরেই পেটের নিচের দিকে বা ঋতুস্রাবের সময় অস্বাভাবিক ব্যথা হয় তাহলে অযথা আতঙ্কে ভুগবেন না৷ দুশ্চিন্তা না করে ব্যথার পিছনে কোনও গুরুতর কারণ আছে কি না সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন৷ পেলভিসে ব্যথার এতরকমের কারণ হতে পারে যে, আগে থেকে সতর্কতার কোনও অবকাশ থাকে না৷ তবু পেলভিক ব্যথা হলে অযথা ভয় পাবেন না, আবার দীর্ঘদিন ধরে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে অবহেলা করবেন না৷

যোগাযোগ: ৯০৩৮৭৫৫৪০৭

[দিনের ২০ ঘণ্টা উজ্জ্বল নীল আলোতে রাখতে হয় এই শিশুকে]

আরও পড়তে ক্লিক করুন

The post পেলভিসে অসহ্য যন্ত্রণা? মুক্তি পাবেন এই উপায়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement