shono
Advertisement

Breaking News

চোখের নিমেষে ভেরিফাই করে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি

জেনে নিন উপায়গুলি। The post চোখের নিমেষে ভেরিফাই করে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি appeared first on Sangbad Pratidin.
Posted: 08:10 PM Sep 03, 2018Updated: 08:12 PM Sep 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় কোনও ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দিকে তাকালে লক্ষ্য করবেন পাশে একটা ব্লু-টিক দেওয়া রয়েছে৷ এই ব্লু-টিকের মর্ম অনেকেই জানেন৷ অর্থাৎ অ্যাকাউন্টটি সরকারিভাবে স্বীকৃত৷ তবে, কেবলমাত্র জনপ্রিয় ব্যক্তিরাই বা কেন এই সুবিধা ভোগ করবেন? এটা অনেকেই মনের প্রশ্ন৷ কিন্তু জানেন কি, চোখের পলকে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, পেজ, চ্যানেলটিও হতে পারে অফিশিয়ালি ভেরিফায়েড৷ তবে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব প্রত্যেকের ক্ষেত্রে পদ্ধতি আলাদা৷

Advertisement

[সহজ সাত উপায়ে ইউটিউব থেকে লক্ষ্মীলাভ করতে পারেন আপনিও]

ফেসবুকের নীতি বলছে, কেবলমাত্র প্রামাণ্য বা বৈধ অ্যাকাউন্টের ক্ষেত্রেই ব্লু-টিক দেওয়া হয়৷ সেক্ষেত্রে প্রথমে ইচ্ছুক ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্র্যান্ডকে এই ব্লু-টিকের জন্য ফেসবুকের কাছে আবেদন করতে হয়৷ আবেদন পাওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকে ভাল করে পরীক্ষা করে দেখেন৷ এরপর আবেদনকারীকে একটি ফর্ম পূরণ করতে হয়৷ সেখানে বেশকিছু নীতির উল্লেখ থাকে৷ যেমন, অ্যাকাউন্টটির গ্রহণযোগ্যতা থাকতে হবে, ফেসবুক প্রদত্ত শর্ত পূরণ করতে হবে, কোনও ধরনের বিভ্রান্তিকর বা অশ্লীল পোস্ট করা যাবে না৷ এই নীতিগুলি মেনে ফর্মটি পূরণ করে ফেসবুক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়৷ তারপর বিবেচনা করে কোনও অ্যাকাউন্টের জন্য ব্লু-টিক প্রদান করে থাকে ফেসবুক কর্তৃপক্ষ৷

একই ভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশে ব্লু-টিক থাকা মানে অ্যাকাউন্টটির বৈধতা প্রমাণ হওয়া৷ জানা গিয়েছে, অ্যাকাউন্টের বৈধতা পাওয়ার জন্য এখন সরাসরি আবেদন করা যায় না ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে৷ বৈধ ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থাকলে বা ইউটিউব চ্যানেল থাকলে, তা লিংক করানো যায় টুইটার অ্যাকাউন্টের সঙ্গে৷ এছাড়া ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কয়েকটি নিজস্ব গাইড-লাইন রয়েছে৷ যা মান্য করলেও অ্যাকাউন্টের পাশে ব্লু-টিক পাওয়া যেতে পারে৷ গাইড লাইনে স্পষ্ট করে বলা হয়েছে, অ্যাকাউন্টটি সম্পূর্ণ নামে থাকতে হবে, বায়ো সেকশন ভরতি থাকতে হবে এবং সময়ে সময়ে ইনস্টাগ্রামের প্রমোশন পরিষেবাকে ব্যবহার করতে হবে৷

[কীভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপে পাওয়া মেসেজটি সত্যি না ভুয়ো?]

ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ব্লু-টিক পাওয়ার জন্য এক লক্ষ সাবস্ক্রাইবার পাওয়া বাধ্যতামূলক৷ এরপরেই অফিশিয়াল চ্যানেলের জন্য ইউটিউব কর্তৃপক্ষের কাছে আবেদন করা যায়৷ ফেসবুক, ইস্টাগ্রামের মতো ব্লু-টিক পাওয়ার ক্ষেত্রে টুইটারও একই শর্ত মান্য করে চলে৷ তবে দুঃখের বিষয় বর্তমানে ব্লু-টিকের অপশনটি টুইটার কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে৷

The post চোখের নিমেষে ভেরিফাই করে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement