সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেটাকে ২১৩ কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্র। ২০২১ সালে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি আপডেটের ক্ষেত্রে অনৈতিক ব্যবসায়িক পরিকাঠামোর অভিযোগ ছিল। আর এবার সেই কারণে তাদের ২১৩ কোটি ১৪ লক্ষ টাকা জরিমানা করল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তথা সিসিআই। জানা যাচ্ছে, এই জরিমানার নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিতে চলেছে মেটা।
ঠিক কী অভিযোগ? সিসিআই জানাচ্ছে, ২০২১ সালের হোয়াটসঅ্যাপ প্রাইভেসি পলিসি ঘিরে প্রথম থেকেই বিতর্ক ছিল। মনে করা হচ্ছিল, এর ফলে বিঘ্নিত হবে গ্রাহকদের গোপনীয়তা। কেননা এই আপডেটের ফলে মেটা হোয়াটসঅ্যাপের ইউজারদের ডেটা ওই সংস্থারই মালিকানাধীন অন্যান্য অ্যাপের সঙ্গে শেয়ার করার কথা বিজ্ঞাপনের জন্য। কেন্দ্র জানিয়েছিল, গোপনীয়তার অধিকার-সহ কোনও মৌলিক অধিকারই নিরঙ্কুশ হতে পারে না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সংস্থা হোয়াটসঅ্যাপকে এভাবে ডেটা শেয়ার করার ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি মেটাকে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও বলা হয়েছে। নয়া নির্দেশে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপকে ইউজারদের ডেটা শেয়ার করতে হলে বিস্তৃত ব্যাখ্যা দিতে হবে।
এই পরিস্থিতিতে মেটার এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থা সিসিআইয়ের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছে না। তাঁর দাবি, মেটা কখনওই ইউজারদের ব্যক্তিগত মেসেজের গোপনীয়তাকে ভঙ্গ করে না। এক সংবাদমাধ্যমের দাবি, মেটা এই নির্দেশের বিরুদ্ধে আপিল করবে। মাত্র কয়েকদিন আগেই মেটার উপর প্রায় ৮০ কোটি ইউরোর (ভারতীয় মুদ্রায় যা সাত হাজার ১২৩ কোটি টাকারও বেশি) জরিমানা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ‘বিশ্বাস-বিরোধী আইন' লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এবার তাদের বিরুদ্ধে জরিমানা চাপাল ভারত সরকারও।