shono
Advertisement

সহজ সাত উপায়ে ইউটিউব থেকে লক্ষ্মীলাভ করতে পারেন আপনিও

তবে আর দেরি কেন! The post সহজ সাত উপায়ে ইউটিউব থেকে লক্ষ্মীলাভ করতে পারেন আপনিও appeared first on Sangbad Pratidin.
Posted: 08:20 PM Sep 02, 2018Updated: 08:50 PM Sep 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় কথায় অনেকেই এখন ইউটিউব চ্যানেল খুলে ফেলেন৷ যার পিছনের একটা কারণ, অবশ্যই সহজেই জনপ্রিয়তা লাভ৷ পাশাপাশি, একটা চেষ্টা থাকে ইউটিউব চ্যানেল থেকে বাড়তি আয়ের পথ খোঁজার৷ কিন্তু কোন পথে এই আয় আসবে বা কেমন ভাবেই বা আসবে, তা অনেকেরই অজানা৷ কেবল আকর্ষণীয় ভিডিও দিলেই যে সোশ্যাল মিডিয়ায় আপনি জনপ্রিয়তা লাভ করবেন তা কিন্তু নয়৷ এরজন্যও প্রয়োজন নির্দিষ্ট কিছু পদ্ধতির৷

Advertisement

১৷ টেকনোলজি বিশেষজ্ঞরা জানাচ্ছে, একটি ইউটিউব চ্যানেল শুরু করার পিছনে নির্দিষ্ট একটি উদ্দেশ্যেই থাকা প্রয়োজন৷ শখ হল আর ইউটিউবে চ্যানেল খুলে ফেললাম তেমনটা যেন না হয়৷

[কীভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপে পাওয়া মেসেজটি সত্যি না ভুয়ো?]

২৷ ‘কনটেন্ট ইজ দ্য কিং’ একথা সর্বজন বিদিত৷ ফলে ইউটিউব চ্যানেলের কনটেন্ট বা বিষয়ের প্রতি নজর দেওয়া প্রয়োজন৷ বিষয় সর্বদা আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন বা শ্রুতিমধুর হওয়া গুরুত্বপূর্ণ৷

৩৷ যেকোনও ইউটিউব চ্যানেল থেকে আয়ের প্রাথমিক শর্ত হল রেগুলারিটি৷ অর্থাৎ, চ্যানেলের অ্যাডমিনকে নিয়মিত কনটেন্ট আপডেট রাখতে হবে৷ প্রয়োজনে চ্যানেল খোলার আগে থেকে দুই বা তিন সপ্তাহের কনটেন্ট আস্তিনে মজুত করে রাখতে হবে৷

৪৷ ভিডিও-র কোয়ালিটি অবশ্যই ঝকঝকে হওয়া প্রয়োজন৷ এছাড়া শব্দও পরিষ্কার থাকা প্রয়োজন৷

৫৷ উক্ত সমস্ত শর্ত ঠিকঠিক ভাবে পূরণ করলে, সহজেই হাজার খানেক সাবস্ক্রাইবার হতে পারে যেকোনও ইউটিউব চ্যানেলের৷ এরপর আসে ওয়াচ আওয়ার বাড়ানোর প্রসঙ্গ৷ টেক বিশারদদের মতে, প্রথম ক্ষেত্রে টার্গেট নেওয়া উচিত যত দ্রুত সম্ভব ওয়াচ আওয়ারের মাত্রা চার হাজার অতিক্রম করার৷

[আইডিয়ার সঙ্গে হাত মিলিয়ে টেলিকমের দুনিয়ায় ইতিহাস গড়ল ভোডাফোন]

৬৷ এরপরেই ইউটিউবের চ্যানেলের সঙ্গে গুগল অ্যাডসেন্সকে যুক্ত করা যায়৷ তবে এখানেই কাজ শেষ হয় না৷ এরপর যত আকর্ষণীয় ভিডিও চ্যানেলে আপলোড করা হবে ততই চ্যানেলের জনপ্রিয়তা বাড়বে এবং চ্যানেলে আসতে থাকবে গুগল অ্যাড৷

৭৷ তবে, কনটেন্ট বা বিষয় আকর্ষণীয় না হলেও রোজগার করা যায় ইউটিউব থেকে৷ এক্ষেত্রে চ্যানেলের ভিডিওটিতে স্পনসরড ভিডিও হিসাবে তৈরি করা যায়৷ উদাহরণ, যদি কোনও খাবার বিষয়ক ইউটিউব চ্যানেল সেরা রেস্তরাঁগুলিকে নিয়ে একটি ভিডিও প্রস্তুত করে এবং সেই ভিডিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে৷ সেক্ষেত্রে রেস্তরাঁগুলিও জনপ্রিয়তা পাবে৷ তখন ইউটিউব চ্যানেলের মালিক রেস্তরাঁগুলি থেকে নির্দিষ্ট অর্থ পেতে পারে৷ তবে এক্ষেত্রে পূর্বেই চুক্তি করে নেওয়া প্রয়োজন৷

The post সহজ সাত উপায়ে ইউটিউব থেকে লক্ষ্মীলাভ করতে পারেন আপনিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement