সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও ইউজাররা সকলেই প্রায় MyJio অ্য়াপ ব্যবহার করেন। এর মাধ্যমে নিমেষেই করা যায় রিচার্জ। কিন্তু জানেন কি, এই অ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যে মেটাতে পারবেন ইলেকট্রিক বিলও। ভাবছেন তো কীভাবে? আসুন জেনে নিন পদ্ধতি।
১. প্রথমে অ্যাপ স্টোর (আইওএস ইউজার) অথবা প্লে স্টোর (অ্যান্ড্রয়েড ইউজার)-এ যান।
২. ডাউন লোড করুন MyJio। নিজের মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
৩. অ্যাপটি খুলে গেলে চলে যান 'ফিনান্স' অপশনে।
৪.এবার বেছে নিন Bills।
৫. এরপর বেশ কয়েকটি অপশন পাবেন, তার মধ্যে বেছে নিন ইলেকট্রিসিটি অপশনটি।
৬. এবার নিজের এলাকার প্রোভাইডারের নাম বেছে নিন।
৭. এমনও তো হতেই পারে যে আপনি জানেন না প্রোভাইডারের নাম। সেক্ষেত্রে বিলে দেখে নিন।
৮. এরপর নিজের কাস্টমার আইডি দিন। বেছে নিন 'প্রসিড' অপশন।
৯. এবার বিলের অ্যামাউন্টটা লিখে পেমেন্টের পদ্ধতি বেছে নিন। কার্ড নাকি ইউপিআই করবেন তা বেছে নিন।
১০. কার্ড নাকি ইউপিআই করবেন তা বেছে নিন। সেই মতো করে পেমেন্ট করে দিন।
তাহলে আর দেরি কেন? এমাসের বিদ্যুতের বিল দিন MyJio অ্য়াপ থেকেই।