সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ করছেন মন দিয়ে। আচমকাই পুরো স্ক্রিনটা নীল হয়ে গেল। কম্পিউটার ব্যবহারকারীদের কাছে এই দৃশ্য সব সময়ই 'হাড়হিম' করা। কেননা এই ব্যাপারটির নাম 'দ্য ব্লু স্ক্রিন অফ ডেথ'। মৃত্যুর নীলচে স্ক্রিন! কিন্তু এবার বদলে যেতে চলেছে এই রঙের আতঙ্ক। মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে বদলে দেওয়া হবে এই পরিস্থিতিতে স্ক্রিনের রং। এতকালের চেনা নীল রঙের আতঙ্ক থেকে ইউজারদের রেহাই দিতেই এমন পরিকল্পনা।
কিন্তু এবার কী? জানা যাচ্ছে, এবার থেকে উইন্ডোজ ১১-এ এমন পরিস্থিতির উদ্ভব হলে দেখা যাবে স্ক্রিন সবুজ রঙের হয়ে গিয়েছে। মাইক্রোসফটের দাবি, এর ফলে ইউজাররা শান্ত থাকবেন। এবং দ্রুত উৎপাদনশীলতাতেও ফিরতে পারবেন। তবে কেবল সবুজ নয়, শোনা যাচ্ছে, মাইক্রোসফট সম্ভবত কালো রংও ব্যবহার করবে। যদিও 'মৃত্যুর কালো পর্দা'য় নীলের ঐতিহ্যবাহী ব্র্যান্ডিং নেই। তবে আধুনিক উইন্ডোজ ডিজাইনের পরিষ্কার এবং ন্যূনতম নান্দনিকতাকে তা আরও ভালোভাবে প্রতিফলিত করতে পারে।
এখানেই শেষ নয়। আরও পরিবর্তনের কথা ভাবছে উইন্ডোজ। এবার থেকে 'এরর' স্ক্রিনে দুঃখী মুখের ইমোজি কিংবা কিউআর কোড আর দেখা যাবে না। কেননা এটা নাকি ইউজারদের কাছে বিরক্তির উদ্রেক করে। এবার থেকে একটা সোজাসুজি বার্তা দেখানো হবে। যেখানে লেখা 'আপনার ডিভাইসে সমস্যা হয়েছে। এবং এটি রিস্টার্ট করা প্রয়োজন।' কেন এই পরিবর্তন? বলা হচ্ছে, এতে সিস্টেম ক্র্যাশ হলে ইউজারদের যে উদ্বেগ তৈরি হবে তা কম করবে।
প্রসঙ্গত, উইন্ডোজ ১১-ই সরকারি ভাবে এই অপারেটিং সিস্টেমের সাম্প্রতিকতম সংস্করণ। তবে এবছরেরই সেপ্টেম্বর নাগাদ উইন্ডোজ ১২ আনতে চলেছে মাইক্রোসফট।