shono
Advertisement

সতর্ক থাকুন! কিডনির অসুখ কেড়ে নিতে পারে প্রাণ

জেনে নিন কী বলছেন চিকিৎসকরা। The post সতর্ক থাকুন! কিডনির অসুখ কেড়ে নিতে পারে প্রাণ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:43 PM May 23, 2017Updated: 12:43 PM Jul 11, 2018

ভারতে প্রতি পাঁচজনের মধ্যে একজন মানুষ কিডনির সমস্যায় আক্রান্ত৷ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ এখন ঘরে ঘরে৷ বিভিন্ন সমীক্ষার রিপোর্ট বলছে, পারিবারিক ইতিহাসে কিডনির সমস্যা থাকলে, ইউরিন ইনফেকশন হলে কিংবা দীর্ঘদিন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকলে কিডনির অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে৷ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ‘হু’-র দাবি, সারা বিশ্বে কিডনির অসুখে প্রতি বছর মৃত্যু হয় প্রায় সাড়ে আট লাখ মানুষের৷ অর্থাৎ একবার অকেজো হলে ধনেপ্রাণে মেরে দেয় কিডনির অসুখ৷ তাই আগে থেকেই সতর্ক হওয়া উচিত৷ কিডনির অসুখ নিয়েই পরামর্শ দিচ্ছেন ফর্টিস হসপিটালের বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডা. অরূপরতন দত্ত৷ শুনলেন সৌন্দর্য দাস।

Advertisement

কিডনির অসুখ মূলত দু’ধরনের হয়। ১. অ্যাকিউট কিডনি ডিজিজ ও ২. ক্রনিক কিডনি ডিজিজ

অ্যাকিউট কিডনি ডিজিজ: হঠাত্‍ করেই কিডনির উপর প্রভাব ফেলে৷ বিভিন্ন ইনফেকশন, ম্যালেরিয়া, সিভিয়ার ডায়ারিয়া, সাপের কামড় অথবা হঠাত্‍ দুর্ঘটনা ঘটলে তার প্রভাবে হয় অ্যাকিউট কিডনি ডিজিজ৷ তবে এই ধরনের কিডনির অসুখ ৩ থেকে ৬ সপ্তাহের মধ্যে সেরে যায়৷

ক্রনিক কিডনি ডিজিজ: সবচেয়ে ভয়ঙ্কর এই অসুখ৷ দীর্ঘদিন ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ না করলে কিডনির সমস্যা সবচেয়ে বেশি হয়৷ এছাড়াও ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, কিডনি স্টোন, পলিসিস্টিক কিডনি ডিজিজ (কিডনিতে সিস্ট) ও গ্লুমেরুলোনেফ্রাইটিসের (নেফ্রনে প্রদাহ) সমস্যা দেখা যায়৷ প্রোস্টেটের সমস্যা, ইউরিনারি ট্র্যাক ব্লক থাকলেও কিডনির সমস্যা হয়৷

কারা বেশি আক্রান্ত হন: বয়স্ক হলে, পরিবারে কারও কিডনির সমস্যা থাকলে, দীর্ঘদিন হার্টের অসুখ, ওবেসিটি, ধূমপানের অভ্যাস থাকলে কিডনির রোগ হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়৷

[দুই দলিত মহিলার গণধর্ষণের জরিমানা ৫০,০০০ টাকা ধার্য মোড়লদের]

শনাক্ত: ক্রনিক কিডনি ডিজিজে তেমন কোনও লক্ষণ থাকে না৷ ধীরে ধীরে রোগ বাড়তে থাকে৷ বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডভান্স স্টেজে রোগী বুঝতে পারেন৷ পরবর্তীকালে যে যে লক্ষণ দেখা যায় তা হল –

  • হঠাত্‍ করে ওজন বৃ‌দ্ধি কিংবা ওজন কমে যাওয়া৷
  • একটুতেই দুর্বল হয়ে পড়া৷
  • প্রস্রাব করার সময় ব্যথা৷
  • প্রস্রাবের বেগ পাওয়ার সময় ব্যবধানের মধ্যে পরিবর্তন৷
  • শরীরে ফুলে যাওয়া৷
  • তলপেট ও কোমরের দিকে ব্যথা৷
  • খিদে কম৷
  • বমি ভাব৷
  • সারা শরীরে ব়্যাশ, চুলকানি৷

[ভুয়ো ডিগ্রি সংক্রান্ত মামলা, ফের বিপাকে স্মৃতি]

বদ অভ্যাস:
কথায় কথায় পেন কিলার (এনএসএআইডি গ্রুপের ওষুধ) ও কারণ ছাড়াই নিয়মিত গ্যাসের ওষুধ (পিপিআই গ্রুপের ওষুধ) খাওয়ার অভ্যাস কিডনিতে মারাত্মক প্রভাব ফেলে৷ পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া অত্যন্ত জরুরি৷

কিডনি ভাল রাখতে:

  • নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে ও সঠিক ডায়েট মেনে চলা জরুরি৷
  • ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে৷
  • খাবারে নুন কম খান৷
  • উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে আনতে নিয়মিত চেক আপ জরুরি৷

যোগাযোগ: ০৩৩ ৬৬২৮ ৪৪৪৪

আরও পড়তে ক্লিক করুন এই লিঙ্কে

[সমকামিতার সাজা, দুই যুবককে প্রকাশ্যে বেত্রাঘাত এই দেশে]

The post সতর্ক থাকুন! কিডনির অসুখ কেড়ে নিতে পারে প্রাণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement