shono
Advertisement

ঋষি কাপুরের রাখি বাঁধার কায়দায় তাজ্জব বলিপাড়া

টুইটারেও যে রসিকতায় তিনিই সেরা তা যেন আবারও প্রমাণ করে দিলেন ঋষি৷ The post ঋষি কাপুরের রাখি বাঁধার কায়দায় তাজ্জব বলিপাড়া appeared first on Sangbad Pratidin.
Posted: 08:13 PM Aug 17, 2016Updated: 04:37 PM Aug 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর রসবোধে মুগ্ধ বলিপাড়ার সকলে৷ কিম কারদেশিয়ান হোক কিংবা ডোনাল্ড ট্রাম্প-তাঁর  হিউমারে ঘায়েল হন না এমন কেউ নেই৷ এককালে ছিলেন বলিউডে চকোলেট বয়৷ এখন হয়ে উঠেছেন টুইটারের পোস্টার বয়৷ সাফ কথা বলতে যেমন তাঁর জুড়ি মেলা ভার, তেমনই সতীর্থদের নিয়ে তিনি মজা করতেও পছন্দ করেন৷ আর সে সব তারিয়ে তারিয়ে উপভোগই করেন তাঁর সহ অভিনেতা অভিনেত্রীরা৷

Advertisement

আগাগোড়া যৌথ পরিবার তাঁদের৷ বলিউডে ‘কাপুর অ্যান্ড সন্স’ যদি কোনও পরিবারের ক্ষেত্রে বলা যায়, তবে তা ঋষি কাপুরের পরিবারের জন্যই যথাযথ৷ তা যৌথ পরিবারে বড় হওয়া অভিনেতার রাখি বাঁধার অভিজ্ঞতা থাকবে তা স্বাভাবিক৷ তাই তিনি যখন রাখি বাঁধা শেখানোর কথা বলেন, তখন তা নিয়ে আগ্রহ তৈরি হওয়াও খুব স্বাভাবিক, কিন্তু এখানেও গুগলি৷ যে কায়দায় তিনি রাখি বাঁধলেন তা দেখে তাজ্জব বলিপাড়া৷

এবার তাঁর হিউমারের খোরাক হলেন এককালের সতীর্থ রাখি গুলজার৷ এক পিলারে রাখিকে বাঁধা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন তিনি৷ আর সেটাই নাকি তাঁর রাখি বাঁধার তরিকা৷ আর তাঁর এই পোস্ট দেখে গোটা বলিপাড়ায় হাসির ছররা৷ অভিনয়ে তিনি ঘায়েল তো করেইছেন, আজও যে চরিত্রে আসেন সেখানেই মাত করেন, তবে পাশাপাশি টুইটারেও যে রসিকতায় তিনিই সেরা তা যেন আবারও প্রমাণ করে দিলেন ঋষি৷

The post ঋষি কাপুরের রাখি বাঁধার কায়দায় তাজ্জব বলিপাড়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement