shono
Advertisement

ফুরোচ্ছে প্রাকৃতিক সম্পদ, বিশ্ব পৃথিবী দিবসে আলো বন্ধ রাখল হাওড়া ব্রিজ

বিশ্ব পৃথিবী দিবসে দশ মিনিটের জন্য বন্ধ রাখা হল আইনক্স মাল্টিপ্লেক্সের জল।
Posted: 12:10 PM Apr 23, 2023Updated: 12:10 PM Apr 23, 2023

স্টাফ রিপোর্টার: পৃথিবীর জলসম্পদের সিংহভাগই পানের অযোগ্য। মোট জলভাগের মাত্র তিন শতাংশ মিষ্টি পানীয় জল। বাকিটা নুনে কাটা সমুদ্রসলিল। এই তিন শতাংশের আবার বেশির ভাগটাই বরফ। আমজনতার ধরাছোঁয়ার বাইরে। এটুকু যে ভূর্গভস্থ জল তাও শেষ হয়ে আসছে ধীরে ধীরে। বঙ্গের রাঢ় অঞ্চলের একটা গা-সওয়া ছবি হল, ঘণ্টার পর ঘণ্টা বালি ফুঁড়েও মাত্র এক আঁজলা জল। এদিকে হুঁশ নেই শহরের অনেকেরই। এক ঘণ্টা শাওয়ার চালিয়ে স্নান করছেন কেউ। কোথাও ভাঙা কল থেকে অনর্গল বেরিয়ে যাচ্ছে ‘জীবন’।

Advertisement

সময় এসছে সতর্ক হওয়ার। শনিবার বিশ্ব পৃথিবী দিবসে (World Earth Day) দশ মিনিটের জন‌্য বন্ধ রাখা হল আইনক্স মাল্টিপ্লেক্সের জল। ক্রমশ ফুরিয়ে আসছে কালো সোনা। বিদ্যুৎ উৎপাদনের জন্য অধিকাংশ মানুষ এখনও নির্ভরশীল কয়লার মতো প্রচলিত জ্বালানির উপর। মাটির তলার সেই খনিজের ভাণ্ডারও শেষ হয়ে আসছে দ্রুত। বিদ‌্যুৎ অপচয় রোধের বার্তা দিয়ে এদিন তাই আশি বছরের পুরনো হাওড়া ব্রিজেও (Howrah Bridge) বন্ধ থাকল আলো। উদ্দেশ‌্য একটাই, বন্ধ হোক বিদ‌্যুতের অযথা ব‌্যয়।

[আরও পড়ুন: রবীন্দ্র জয়ন্তীতে শাহের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন ঋতুপর্ণার, অতিথি তালিকায় শুভেন্দুও]

হাওড়া ব্রিজে আলো বন্ধ! এমন বিরলতম ঘটনা যাদের উদ্যোগে তারা মৃত্তিকা আর্থি টকস ফাউন্ডেশন। দক্ষিণ কলকাতার এক বহুজাতিক শপিং মলে এদিন পৃথিবী মা-কে শ্রদ্ধা জ্ঞাপনে হাজির ছিলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সোমিনী সেন দুয়া, অভিনেত্রী অনন‌্যা চট্টোপাধ‌্যায়, বাচিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ‌্যায়, আইনক্সের রিজিওনাল ডিরেক্টর অমিতাভ গুহ ঠাকুরতা-সহ অগুনতি মানুষ।

শুধুমাত্র হাওড়া ব্রিজ অথবা আইনক্স নয়। ফুরিয়ে যাওয়া প্রাকৃতিক সম্পদকে বাঁচাতে এগিয়ে এসেছে অগণন সংস্থা। শহরের নামজাদা রেস্তরাঁ, কফিশপ, অভিজাত ক্লাবও সিদ্ধান্ত নিয়েছে, বন্ধ রাখা হবে আলো। কিছুক্ষণের জন‌্য রুদ্ধ থাকবে কলের মুখ। এর মধ্যে রয়েছে রোটারি ক্লাব অফ কলকাতা, সেঞ্চুরিমুখী ফ্লুরিজ রেস্তরাঁ।

[আরও পড়ুন: একসঙ্গে ৬০ পুরসভায় নিয়োগের দায়িত্বে অয়নের সংস্থা, নেপথ্যে কার হাতযশ? খুঁজছে CBI]

বছর খানেক আগেই বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছিলেন, যেভাবে দ্রুত শেষ হয়ে আসছে প্রাকৃতিক সম্পদ, ৩০ বছরের মধ্যে চাঁদে গড়ে তুলতে হবে মানব সভ‌্যতা। এদিন সেই বক্তব‌্যকেই সমর্থন জানিয়েছেন বিশিষ্টরা। অভিনেত্রী অনন‌্যা চট্টোপাধ‌্যায় জানিয়েছেন, আমরা বিদ‌্যুতের অপচয় করছি। জলের অপচয় করছি। এভাবে আমাদের জীবনটা হয়তো কেটে যাবে। কিন্তু এখনই সাবধান না হলে, পরবর্তী প্রজন্মের জন‌্য একটা নিষ্ঠুর পৃথিবী রেখে যাব আমরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement