অরিজিৎ গুপ্ত, হাওড়া: আচমকাই বন্ধ হয়ে গেল হাওড়ায় বিনোদিনী বালিকা বিদ্যালয়ের হিন্দি বিভাগ। বিপাকে প্রায় ৩০০ জন পড়ুয়া। অভিযোগ, শুক্রবার সকালে কোনও কারণ ছাড়াই স্কুল বন্ধের নোটিস ঝুলিয়ে দেন প্রধান শিক্ষিকা। পড়ুয়াদের ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে ভরতি হতে বলা হয়। ঘটনায় স্কুলের হিন্দি বিভাগের প্রধান শিক্ষিকা মল্লিকা ভট্টাচার্যের বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাওড়া জেলার স্কুল পরিদর্শক শান্তনু কুমার সিনহা।
[মাত্র ১৮০ টাকা উদ্ধারে পুলিশের দ্বারস্থ, হইচই জলপাইগুড়িতে]
হাওড়ার সদর বক্সি লেনের অক্ষয় শিক্ষায়তন স্কুলের ভবনে সকালে ক্লাস হয় বিনোদিনী বালিকা বিদ্যালয়ের। স্কুলটি সরকারি অনুদানপ্রাপ্ত। হিন্দি ও বাংলা মাধ্যমে চলে পঠনপাঠন। হিন্দি বিভাগের পড়ুয়া ৩০০ জন। তাদের মধ্যে ৩০ জন আবার মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু, শুক্রবার থেকে আচমকাই হিন্দি বিভাগটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। অনিশ্চিত পড়ুয়াদের ভবিষ্যৎ। উদ্বেগে অভিভাবকরা। অভিভাবক ও পড়ুয়াদের অভিযোগ, শুক্রবার সকালে স্কুলে গিয়ে জানা যায়, বিনোদিনী বালিকা বিদ্যালয়ে হিন্দি বিভাগটি অনির্দিষ্ট বন্ধ হয়ে গিয়েছে। স্কুলের গেটে নোটিসও টাঙানো হয়েছে। কিন্তু, কেন হঠাৎ কেন স্কুল বন্ধ হল, তা নিয়ে কর্তৃপক্ষ কিছুই জানায়নি। অভিভাবকদের দাবি, স্কুলের তরফে পড়ুয়াদের ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে ভরতি করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিভাবকদের প্রশ্ন, সেশনের মাঝপথে কীভাবে সন্তানদের অন্য স্কুলে ভরতি করবেন? স্কুলের যে ৩০ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে, তাঁদেরই বা কী হবে?
[প্রবল ঠান্ডায় বাক্সবন্দি মৌমাছি, চিনি দিয়ে মৃত্যু রোখার চেষ্টা]
বিনোদিনী বালিকা বিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধানশিক্ষিকা মল্লিকা ভট্টাচার্যের বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ১০০ জন অভিভাবক। এদিকে, সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল কেন বন্ধ করে দেওয়া হল, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাওড়া জেলা স্কুল পরিদর্শক শান্তনু কুমার সিনহা।
[পাশে নেই বাবাও, আদালতে মনুয়ার চোখে জল]
The post বিনা নোটিসে বন্ধ সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, বিপাকে ৩০০ পড়ুয়া appeared first on Sangbad Pratidin.