shono
Advertisement

Breaking News

খুলছে প্রচুর বিনিয়োগের দ্বার! আড়ে বহরে আরও বাড়বে হলদিয়া পেট্রোকেমিক্যালস

সংস্থার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে প্রকল্প নির্মাণ শেষ করা।
Posted: 07:58 PM Oct 13, 2023Updated: 07:58 PM Oct 13, 2023

বিশ্বদীপ দে: বাংলায় আবার লগ্নি করছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। ২০২২-২৩ অর্থবর্ষে ৯৯৯ কোটি টাকা লাভের মুখ দেখেছে সংস্থাটি। এবার নয়া প্রোডাকশন লাইন গড়তে বিপুল বিনিয়োগ করতে পরিকল্পনা করছে তারা। ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারে হলদিয়া পেট্রোক্যাম।

Advertisement

২০১৪ সালে বড়সড় সমস্যায় পড়তে হয়েছিল সংস্থাটিকে। কিন্তু ম্যানেজমেন্টের পরিবর্তনের পর রাতারাতি ঘুরে দাঁড়িয়েছিল তারা। চ্যাটার্জি গ্রুপের হাতে দায়িত্বভার যাওয়ার পরে নতুন নতুন ক্ষেত্রে যেমন বিনিয়োগ করা হয়েছে, তেমনই রাসায়নিকের মতো ক্ষেত্রে বাণিজ্যে বিপুল উন্নতি হয়েছে। আর এবার নতুন করে দেশের প্রথম অন-পারপাস প্রপিলিন প্লান্ট এবং দেশের বৃহত্তম ফেনল প্লান্ট তৈরি করছে হলদিয়া পেট্রোক্যাম।

[আরও পড়ুন: সেই ছোট্ট ছেলেটাকে খুঁজে বেড়াই যার চোখে মুখে বিস্ময়মাখা আনন্দ]

এই পরিস্থিতিতে দেশের অন্যতম বৃহৎ পেট্রোকেম সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার নবনীত নারায়ণ জানাচ্ছেন, ”এই ধরনের প্লান্টের কমিশনিংয়ের ফলে সামগ্রিক রাসায়নিক ব্যবসা বাড়বে অতিরিক্ত ৫ হাজার কোটি টাকার। ২০২৬ সালের মধ্যে এই প্রকল্পকে সম্পূর্ণ করতে উচ্চাকাঙ্ক্ষী টার্গেট করেছে সংস্থা।”

ক্রমবর্ধমান অর্থনৈতিক বৃদ্ধি, নগরায়ন ও অটোমোবাইল উৎপাদন, নির্মাণ, কৃষি, রাসায়নিক ও ফার্মাসিউটিক্যালে এর ইতিবাচক প্রভাবের কারণে পেট্রোকেমিক্যালের চাহিদা ক্রমেই বাড়ছে। আর এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ করল হলদিয়া পেট্রোক্যাম।

[আরও পড়ুন: মোদির সন্ত্রাসবাদ তোপের নিশানায় ট্রুডো? সম্মেলন এড়ালেন কানাডার স্পিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement