shono
Advertisement

স্যাটেলাইট রাইটে সলমনকে টপকালো হৃতিক

চুক্তির অঙ্ক জানলে অবাক হয়ে যাবেন৷
Posted: 09:22 PM Jul 12, 2016Updated: 03:52 PM Jul 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা প্রচুর ছিল কিন্তু, সাড়া তেমন ফেলতে পারল না হৃতিকের  ‘মহেঞ্জো দারো’৷ কিন্তু, তাতে বাজার দর এতটুকু কমেনি বলিউড তারকার৷ বলিউডে জোর গুঞ্জন, নিজের আগামী ৬ ছবির জন্য ৫৫০ কোটি টাকার স্যাটেলাইট চুক্তি সই করেছেন হৃতিক৷ চুক্তির এই অঙ্কে ভাইজান সলমনকেও টপকে গিয়েছেন বলি সুপারহিরো৷

Advertisement

২০১৩ সালে সলমন প্রথম এই ধরনের চুক্তি সই করেন৷ যাতে ২০১৭ সাল পর্যন্ত তাঁর প্রত্যেক ছবির টেলিভিশন রাইটের বিনিময়ে ৫০০ কোটি টাকা নেন তিনি৷ সম্প্রতি বরুণ ধাওয়ানও ৩০০ কোটির বিনিময়ে এই ধরণের চুক্তি সই করেছেন৷

তবে, সবাইকে টপকে এখনও পর্যন্ত এগিয়ে হৃতিকই৷ এর অন্যতম কারণ হিসেবে রোশনপুত্রর ধারাবাহিকতাই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে, ‘মহেঞ্জো দারো’ সেই ধারাবাহিকতা কতটা বজায় রাখবে? তা নিয়ে প্রশ্ন রয়েই গেল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement