shono
Advertisement

অল্পের জন্য রক্ষা পেলেন হৃতিক রোশন

ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে খবর সবেমাত্র টিভিতে ব্রেকিং দেখিয়েছে৷ কিছুক্ষণের মধ্যেই এক টুইটে গোটা বলিউড আঁতকে উঠল৷ হৃতিক লিখেছেন, “বরাতজোরে বেঁচে গিয়েছি৷ এই ঘটনার ঘণ্টা কয়েক আগেই ছিলাম আতাতুর্ক বিমানবন্দরে৷ সঙ্গে ছিল আমার দুই ছেলেও৷” The post অল্পের জন্য রক্ষা পেলেন হৃতিক রোশন appeared first on Sangbad Pratidin.
Posted: 10:12 PM Jun 29, 2016Updated: 05:34 PM Oct 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য প্রাণ বাঁচল বলিউড হার্টথ্রব হৃতিক রোশনের৷

Advertisement

ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে খবর সবেমাত্র টিভিতে ব্রেকিং দেখিয়েছে৷ কিছুক্ষণের মধ্যেই এক টুইটে গোটা বলিউড আঁতকে উঠল৷ হৃতিক লিখেছেন, “বরাতজোরে বেঁচে গিয়েছি৷ এই ঘটনার ঘণ্টা কয়েক আগেই ছিলাম আতাতুর্ক বিমানবন্দরে৷ সঙ্গে ছিল আমার দুই ছেলেও৷” রিহান ও রিদানকে নিয়ে স্পেন ও আফ্রিকা ঘুরতে গিয়েছিলেন বি-টাউনের সুপারস্টার৷ ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর হয়ে বিমানে মুম্বই ফেরার কথা ছিল৷ কিন্তু সময়মতো পৌঁছতে না পারায় বিমান ধরতে পারেননি৷ পরের বিমানের টিকিট কাটেন৷ তবে সেই বিমান ছাড়ত বুধবার সকালে৷ অতএব মঙ্গলবার রাতটা বিমানবন্দরেই কাটাতে হত৷ হাতে সময় কম থাকায় ফের টিকিট বাতিল করেন তিনি৷ অন্য একটি বিমানের ইকনমিক ক্লাসে টিকিট কাটেন বাধ্য হয়ে৷ আর তাতেই রক্ষে৷

মঙ্গলবার বিকেলেই ছেলেদের নিয়ে তুরস্ক ছাড়েন তিনি৷ যখন আতাতুর্ক বিমানবন্দরের খবর সংবাদমাধ্যমের দৌলতে ছড়িয়ে পড়েছে তখন সবেমাত্র বাড়ি ফিরেছেন৷ আর তারপরেই হৃতিকের টুইট৷ যদি ইকনমিক ক্লাসে না ফিরতেন তাহলে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৫০ (যখন ওই জঙ্গিরা হামলা চালাল বিমানবন্দরে)-এ বিমানবন্দরেই থাকতেন হৃতিক৷ তাঁর এই টুইট প্রকাশ্যে আসতেই তাঁর অনুগামীদের মধ্যে তৈরি হয় নতুন করে আতঙ্ক৷ বলিউডের অনেকেই ফোন করে খোঁজ নিতে থাকেন৷ মাদ্রিদে আইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই ‘সুপার হিরো’৷ অনুষ্ঠান শেষে আফ্রিকা ও স্পেনে ঘুরতে গিয়েছিলেন৷ সেখান থেকে ইস্তানবুল হয়ে দেশে ফিরলেন৷

The post অল্পের জন্য রক্ষা পেলেন হৃতিক রোশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement