সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৭তম জন্মদিনে সিনেপ্রেমীদের সুখবর দিয়েছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। জানিয়েছিলেন ‘ফাইটার’ ছবির কথা। সেই ছবির ফার্স্টলুক প্রকাশ করলেন সোমবার। তা নিয়েই নেটদুনিয়ায় জোর চর্চা। প্রশংসা প্রচুর পেয়েছেন বলিউডের গ্রিক গড, আবার ট্রোলের হাত থেকেও রেহাই পাননি।
কী নিয়ে এত আলোচনা-পর্যালোচনা আর সমালোচনা?
হৃতিকের এই লুকের সঙ্গে অনেকেই টম ক্রুজের (Tom Cruise) ‘টপ গান’ সিনেমার লুকের মিল পেয়েছেন। “ব্যাস টপ গানের রিমেক করে ফেলবেন না”, “সস্তা টপ গান তৈরি হচ্ছে”, এমন মন্তব্য করা হয়েছে। “টিপিক্যাল বলিউড” বলেও কটাক্ষ করা হয়েছে। কেউ কেউ আবার ‘ফাইটার’-কে ‘টপ গান’ ছবির ভারতীয় ভার্সানও বলেছেন।
[আরও পড়ুন: ‘উদ্দাম যৌনতার সাক্ষী বন্ধু…’, লালসার গল্প শোনালেন কঙ্কনা সেনশর্মা]
‘ফাইটার’ ছবিতেই প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধছেন হৃতিক। সিনে ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়েও এতদিন দুই তারকার একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনাতেই তা সম্ভব হল। হৃতিক-দীপিকা ছাড়াও ছবিতে রয়েছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, সঞ্জিদা শেখ ও তালাত আজিজ।
কোভিডের জেরে যখন লকডাউন হয়েছিল সেই সময় ‘ফাইটার’ নিয়ে কাজ শুরু করেন সিদ্ধার্থ। ২০২১ সালে নায়ক-নায়িকা হিসেবে হৃতিক-দীপিকার নাম ঘোষণা করা হয়। ২০২২ সালের ১৪ নভেম্বর ছবির শুটিং শুরু হয়। জুন মাসে মুম্বইয়ের শুটিং শেষ হওয়ার কথা। তারপর জুলাইয়ে হবে বিদেশে শুটিং। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমা হলে আসবে ‘ফাইটার’।