সাদা স্যুট, কালো অন্তর্বাস, বেপরোয়া মেজাজে ক্যামেরার সামনে হৃতিকের প্রেমিকা সাবা
এক সময় নাকি নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে সাবার সম্পর্ক ছিল।
Tap to expand
সাদা স্যুট ও কালো অন্তর্বাস পরে ক্যামেরার সামনে পোজ দিলেন হৃতিক রোশনের প্রেমিকা সাবা আজাদ। তাতেই শোরগোল নেটদুনিয়ায়।
Tap to expand
প্রখ্যাত নাট্যশিল্পী সফদার হাশমির ভাগ্নী সাবা। ছোটবেলাতেই মঞ্চের সঙ্গে পরিচয় তাঁর। নাচেও পারদর্শী সাবা। ওড়িশি নাচ যেমন শিখেছেন, তেমনই শিখেছেন কনটেম্পোরারি, ল্যাটিন, জ্যাজ।
Tap to expand
হৃতিকের আগে নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে সম্পর্ক ছিল সাবার। প্রায় সাত বছর দুজন লিভ-ইন সম্পর্কে ছিলেন। একসঙ্গে একটি গানের ব্যান্ডও তৈরি করেন।
Tap to expand
সম্পর্ক ভেঙে গেলেও ইমাদ-সাবার গানের ব্যান্ড ও বন্ধুত্ব একইরকম রয়েছে। এখনও নিজের সোশাল মিডিয়া প্রোফাইলে ইমাদের সঙ্গে ছবি শেয়ার করেন সাবা।
Tap to expand
মুক্ত মনের মানুষ সাবা। ক্যামেরার সামনে লুকোছাপা করার মানুষ তিনি নন। তাই তো স্যুট খুলে যেমন ক্যামেরার সামনে পোজ দিতে পারেন। শকিং পিঙ্কের বিকিনিতেও থাকতে পারেন বিন্দাস।
Tap to expand
হৃতিকের সঙ্গে সাবা সম্পর্ক শুরু হয় ২০২২ সালে। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। তবে এ নিয়ে হৃতিক-সাবা বিশেষ মাথা ঘামান না। ভালোবাসেন নিজেদের মতো থাকতে। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 01:26 PM May 13, 2024Updated: 01:26 PM May 13, 2024
এক সময় নাকি নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে সাবার সম্পর্ক ছিল।