shono
Advertisement

Breaking News

HS Exam

মোবাইল-সহ ইলেকট্রনিক গেজেট নিয়ে ধরা পড়লেই সব পরীক্ষা বাতিল, নির্দেশ উচ্চমাধ্যমিক সংসদের

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগে বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে।
Published By: Paramita PaulPosted: 09:47 PM Feb 17, 2025Updated: 09:47 PM Feb 17, 2025

স্টাফ রিপোর্টার: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি সংসদের। মোবাইলের পাশাপাশি যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকা চলবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্পষ্ট নির্দেশ, মোবাইল ফোনের পাশাপাশি যে কোনও ধরনের ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল তথা অ্যাডমিট কার্ডই বাতিল হবে। পরীক্ষাই দিতে পারবে না সেই পরীক্ষার্থী। ফের নতুন করে আবেদন করতে হবে তাকে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন একথা।

Advertisement

সোমবার বিজ্ঞপ্তি দিয়ে সংসদ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রত্যেকটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার পরই পরীক্ষাকেন্দ্র ঢুকবে পরীক্ষার্থীরা। সংসদের নির্ধারিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনও স্মার্ট ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে ও ধরা পড়লে সেই পরীক্ষার্থীর চলতি বছরের মতো পরীক্ষা বাতিল করে দেবে সংসদ।

পরীক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে সংসদ। জানিয়েছে, পরীক্ষার দিনগুলিতে তাঁরা যেন মোবাইল ফোন না নিয়ে আসেন। যদি বা নিয়েও আসেন, তাহলে ভেনু সুপারভাইজারের কাছে তা জমা রাখতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগে বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি সংসদের।
  • মোবাইলের পাশাপাশি যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকা চলবে না।
  • যে কোনও ধরনের ইলেকট্রনিক গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল তথা অ্যাডমিট কার্ডই বাতিল হবে।
Advertisement