অর্ণব আইচ: ভোটের মুখে খাস কলকাতায় অস্ত্র পাচারের পর্দাফাঁস। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র-সহ দু”জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতেরা এ শহরেরই বাসিন্দারা। এই অস্ত্র পাচার চক্রের নেপথ্যে কারা? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
[ ড্রোন উড়িয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি তোলার চেষ্টা, গ্রেপ্তার চিনা নাগরিক]
লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজনৈতিক দলগুলির তৎপরতা যেমন বেড়েছে, তেমনি নির্বাচনকে অবাধ ও শান্তি রাখতে আয়োজনে খামতি রাখছে না প্রশাসনও। শহরে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন প্রান্তে চলছে রুটমার্চ। এই যখন পরিস্থিতি, ঠিক তখন খাস কলকাতায় অস্ত্র পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ধর্মতলা বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালায় ময়দান থানার পুলিশ। হাতেনাতে ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী। তাদের কাছ থেকে ২ টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অস্ত্র পাচারের পরিকল্পনা করেছিল ভাস্কর মণ্ডল ও রাজা হালদার নামে ওই দুই দুষ্কৃতী। কিন্তু পুলিশের কাছে আগাম খবর থাকায় সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। তবে যাদের ওই অস্ত্র দেওয়ার কথা ছিল, বিপদ বুঝে তারা পালিয়ে গিয়েছে। ভাস্কর ও রাজার বাড়ি দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙায়। এই অস্ত্র পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
দিন কয়েক আগে উত্তর কলকাতার টালা ব্রিজে একটি বিস্ফোরক বোঝাই ম্যাটডোর আটক করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ম্যাটা়ডোরের চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। তদন্তে নেমে বারাসতের শেখ রবিউল ওরফে রবিউল মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করে এসটিএফ। জানা যায়, বারাসতে বাজির দোকানের আড়ালে বিস্ফোরক তৈরির কারখানা চালাত সে। এমনকী, ওড়িশা থেকে এ রাজ্যে বিস্ফোরক পাচার চক্রের মূল পাণ্ডা সুকান্ত সাহু ওরফে ‘সাহুবাবু’-কেও গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ।
[ জ্বালা যন্ত্রণা ছাড়া আগুনের ফুলকিতেই রং লাগবে শরীরে!]
The post ভোটের মুখে শহরে অস্ত্র পাচারের পর্দাফাঁঁস, ধর্মতলায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ২ appeared first on Sangbad Pratidin.