shono
Advertisement

মধ্য কলকাতার চাঁদনি চক থেকে উদ্ধার বিপুল অঙ্কের জাল নোট

গোপন অভিযানে কলকাতা পুলিশের জালে পাচারকারী৷ The post মধ্য কলকাতার চাঁদনি চক থেকে উদ্ধার বিপুল অঙ্কের জাল নোট appeared first on Sangbad Pratidin.
Posted: 06:03 PM Jun 27, 2018Updated: 06:33 PM Jun 27, 2018

অর্ণব আইচ: কলকাতার প্রাণকেন্দ্র চাঁদনি চকে চাল নোট চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ গোপন অপারেশন চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ইমাম হোসেন নামের এক যুবককে৷ বছর কুড়ির এই যুবক মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ লাখ টাকার জাল নোট৷ যার মধ্যে রয়েছে দু’শোটি দু’হাজার টাকার নোট ও আরও দু’শোটি পাঁচশো টাকার নোট৷

Advertisement

[প্রয়াত দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর দীপ্তি রায়]

জানা গিয়েছে, খবরটি গোপন সূত্র মারফত আসে কলকাতা পুলিশের এসটিএফের কাছে৷ সেইমতো কলকাতার চাঁদনি চক মার্কেট এলাকায় অভিযান চালান হয়৷ হাতেনাতে পাকড়াও করা হয় ধৃতেকে৷ ঘটনার সূত্রপাত, মঙ্গলবার সন্ধ্যায়৷ কলকাতার চাঁদনি চক মার্কেটের একটি ইলেকট্রনিক্সের দোকানে গিয়েছিল ওই যুবক৷ উদ্দেশ্য ছিল কয়েকটি জিনিস কেনা৷ কিন্তু নোটগুলি দেখেই দোকানদারের সন্দেহ হয়৷ তিনিই ইঙ্গিতে দোকানের অন্য কর্মীকে বলেন পুলিশে খবর দিতে৷ এসটিএফ সূত্রে খবর, খবর আসা মাত্রই তাঁরা সেখানে পৌঁছান৷ প্রথমে যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়৷ কিন্তু কথায় অসঙ্গতি পাওয়ায়, তাকে আটক করা হয়৷ ইতিমধ্যেই সমস্ত জাল নোট উদ্ধার করেছে পুলিশ৷

[চিবিয়ে খেতে হয়েছে ট্যাবলেট! মাকে জল দেয়নি হাসপাতাল, কমিশনে মেয়ে]

তদন্তকারীরা জানাচ্ছেন, জেরায় ধৃত স্বীকার করেছে যে, জাল নোট পাচার করতেই মালদহ থেকে কলকাতায় এসেছিল সে৷ যেহেতু মালদহ বাংলাদেশ লাগোয়া জেলা৷ ফলে সেখান থেকেই সীমান্ত টপকে এই জাল নোটে এদেশে ঢুকেছে বলে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা৷ এখন ধৃতকে জেরা করে আরও অনেক প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা চালান হচ্ছে৷ কোথা থেকে এই নোটগুলি সে এনেছিল? কে বা কারা তাকে এগুলি দিয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

The post মধ্য কলকাতার চাঁদনি চক থেকে উদ্ধার বিপুল অঙ্কের জাল নোট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement