shono
Advertisement

বাংলার পথেই কর্নাটক, বাজেটে ‘গৃহলক্ষ্মী’তে বিপুল বরাদ্দ সিদ্দারামাইয়ার

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পই পথ দেখাচ্ছে একাধিক রাজ্যকে।
Posted: 09:14 AM Feb 17, 2024Updated: 09:14 AM Feb 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে মহিলাদের ক্ষমতায়নে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে প্রবল কটাক্ষ করেছিল বিরোধী বিজেপি ও কংগ্রেস। কিন্তু তার পর মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে রাখতে মহিলাদের জন্য একই ধাঁচে ‘লাডলি বহেনা’ যোজনা চালু করেছিলেন তৎকালীন বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেই একই ধারা অনুসরণ করে বিধানসভা ভোটের আগে কর্নাটকে মহিলাদের জন্য প্রকল্প ঘোষণা করেছিল কংগ্রেস।

Advertisement

ভোটে জিতে গত বছরের আগস্টে চালু করেছিল ‘গৃহলক্ষ্মী’ প্রকল্প। ওই প্রকল্পে বাড়ির গৃহকর্ত্রীদের হাতে মাসিক ২ হাজার টাকা তুলে দেওয়ার কথা জানানো হয়েছিল। শুক্রবার রাজ্যের বাজেটে ওই প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ করেছে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার। এই প্রকল্পের জন্য ২০২৪-’২৫ অর্থবর্ষে ২৮,৬০৮ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “গৃহলক্ষ্মী প্রকল্পে এখনও পর্যন্ত ১ কোটি ৩৩ লক্ষ মহিলা উপকৃত হয়েছেন। জানুয়ারি মাস পর্যন্ত ১ কোটি ১৭ লক্ষ প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।” লোকসভা ভোটের আগে মহিলাদের সমর্থন নিশ্চিত করতে এই প্রকল্পে রাজ্যের কংগ্রেস সরকার যে বাড়তি গুরুত্ব দিচ্ছে, বাজেটেই তার ইঙ্গিত মিলেছে।

[আরও পড়ুন: ‘এখনই পথে নামুন, নষ্ট করার মতো সময় নেই’, ভারচুয়াল বৈঠকে লোকসভার সুর বাঁধলেন অভিষেক]

বাংলার শাসকদল তৃণমূলের তরফে প্রথম থেকেই দাবি করা হচ্ছে যে, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো প্রকল্প চালু করে তারা যে পথ দেখিয়েছে, তা-ই অনুকরণ করছে দেশের বাকি রাজ্যগুলি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান। সম্প্রতি রাজ্য বাজেটে এই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

[আরও পড়ুন: মহাকীর্তির দিনে মায়ের অসুস্থতা, রাজকোট টেস্টে আর নেই অশ্বিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement