shono
Advertisement

সামনেই মুক্তি ‘সুপার ৩০’-র, তার আগেই প্রতারণা মামলায় অভিযুক্ত হৃতিক

খ্যাতনামা শরীরচর্চা কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াতেই নাম জড়াল মামলায়। The post সামনেই মুক্তি ‘সুপার ৩০’-র, তার আগেই প্রতারণা মামলায় অভিযুক্ত হৃতিক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 PM Jul 05, 2019Updated: 05:42 PM Jul 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই মুক্তি ‘সুপার ৩০’-র। তাই প্রচারের জন্য খুবই ব্যস্ত অভিনেতা হৃতিক রোশন। আর এ সবের মাঝেই  প্রতারণা মামলায় জড়ালেন। হায়দরাবাদের খ্যাতনামা এক শরীরচর্চা কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াতেই বিপত্তি ঘটল এই বলিউড অভিনেতার। ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে হায়দরাবাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন:  সংশোধনাগারে ওয়ার্কশপ বন্ধের নির্দেশ, প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অগ্নিমিত্রার]

 উল্লেখ্য, শশীকান্ত নামে জনৈক ব্যক্তি হায়দরাবাদের কেপিএইচবি কলোনি থানায় এই মামলা দায়ের করেন। কাল্ট ফিট হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড নামে এক হায়দরাবাদের শরীরচর্চা কেন্দ্রের বিরুদ্ধে মূলত অভিযোগ। ওই শরীরচর্চা কেন্দ্রেরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হৃতিক।মামলা দায়ের হয়েছে জিমের আরও তিন উচ্চ পদস্থ কর্মীর বিরুদ্ধে। 

 শশীকান্তের অভিযোগ, ওই জিমের সদস্য তিনি।নাম নথিভুক্ত করা সত্ত্বেও পছন্দসই স্লট পেতেন না তিনি।কারণ, জিমে যত জনকে পরিষেবা দেওয়া সম্ভব, তার চেয়ে বেশি সংখ্যক সদস্যকে সময় দেওয়া হত। তাতে বেশি টাকা খরচ করেও বঞ্চিত হতেন অনেক উপভোক্তা। শশীকান্ত আরও জানান, প্রতিবাদ করায় তাঁকে সংশ্লিষ্ট শরীরচর্চা কেন্দ্রের বিশেষ অ্যাপও ব্যবহার করতে দেওয়া হয়নি। 

[আরও পড়ুন:  বিদেশে বিয়ে-স্বদেশে রিসেপশন, নিখিল-নুসরতকে শুভেচ্ছা জানিয়ে গেলেন মুখ্যমন্ত্রী]

পুলিশের তরফে জানানো হয়েছে, গত বছর ডিসেম্বরে ওই জিমে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা দিয়েছেন শশীকান্ত। কিন্তু প্যাকেজে উল্লেখ করা প্রতিশ্রুতি মতো পছন্দসই স্লট পাননি তিনি বলে অভিযোগ। হৃতিক রোশন সেই জিম সংস্থার বিজ্ঞাপনের মুখ হওয়ায় তাঁর মতো আরও অনেকেই এই অফারে প্রভাবিত হন।বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।   

The post সামনেই মুক্তি ‘সুপার ৩০’-র, তার আগেই প্রতারণা মামলায় অভিযুক্ত হৃতিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement