সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম কী? ধর্ম কি হিন্দু-মুসলমান-শিখ-খ্রিস্টান ইত্যাদি শব্দে বাঁধা? নাকি ধর্ম মানে অন্য কিছু? সম্প্রতি এ প্রশ্ন যেন বড় বেশি করে মাথাচাড়া দিয়েছে। সমাজের বিভিন্ন স্তরে বিঁধছে সূক্ষ্ম বিভাজনের কাঁটা। তা বিব্রত করছে শিল্পীমহলকেও। সেই আবহেই এবার ধর্ম নিয়ে অতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
[ সোনুর বিরুদ্ধে ফতোয়া জারি করা মৌলবিকে মৃত্যুর হুমকি ]
কে হিন্দু, কে মুসলমান এ প্রশ্ন এখন যেন বাকি সব ইস্যুকেই ছাড়িয়ে গিয়েছে। কর্মসংস্থান থেকে মূল্যবৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ প্রশ্নও এর তলায় চাপা পড়ছে বলে অভিযোগ অনেকের। ঠিক এই প্রেক্ষিতেই বার্তা দিলেন নওয়াজউদ্দিন। কিছুদিন আগে শহিদ কন্যা গুরমেহরের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে দেখা গিয়েছিল, হাতে প্ল্যাকার্ড নিয়ে যুদ্ধবিরোধী বার্তা দিতে। যদিও তা নিয়ে পরে বিতর্ক ঘনিয়েছিল। এবং গুরমেহরের বক্তব্যের জবাব হিসেবে অনেকেই প্ল্যাকার্ড ব্যবহার করেছিলেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা রঙ্গ-রসিকতা বা ব্যঙ্গের প্রকাশ ছিল। কিন্তু এই পদ্ধতিকে যে সদর্থকভাবে কাজে লাগানো যায় তাই-ই দেখালেন নওয়াজউদ্দিন। প্ল্যাকার্ড হাতে তিনি বার্তা দিলেন, তাঁর ধর্ম নিয়ে। কী সেই ধর্ম? না, শুধু মুসলমান নয়। তিনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং পৃথিবীর যত ধর্ম আছে, সেসবেরও ঐতিহ্য বহন করছেন। প্রতি প্ল্যাকার্ডের সঙ্গে পাল্টে পাল্টে গিয়েছে পোশাক। ফলে চেনা মানুষই হয়ে উঠেছেন অন্যজন। ঠিক যেভাবে বেশ বদলায় ধর্মের নিরিখে। কিন্তু বাইরে আলাদা হলেও অন্তরে সকলেই এক। তাই নিজের আত্মার কাছে যখন ধর্মের প্রশ্ন এনেছেন, তখনই পেয়েছেন সঠিক উত্তর। তিনি একজন ১০০ শতাংশ শিল্পী, আর সেটাই তাঁর ধর্ম।
[ আজান শুনতে ভালই লাগে, সোনুর টুইট বিতর্কে এবার সরব কঙ্গনা ]
সম্প্রতি সোনু নিগমের আজান টুইট নিয়ে ব্যাপক হইচই। ধর্মীয় স্থানে লাউডস্পিকারের ব্যবহার বন্ধ করতে বলে করা টুইটে এনেছিলেন আজান প্রসঙ্গ। তাই-ই পেয়ে গিয়েছিল অন্য মাত্রা। ফতোয়া আর জবাবে সরগরম নেটদুনিয়া। শিল্প-ধর্ম-সাম্প্রতিক সময়ের বিভাজন সব মিলিয়ে মিশিয়ে এক জগাখিচুড়ি পরিস্থিতি। ঠিক সেই সময়েই শিল্পীর ধর্ম নিয়ে এই বার্তা নওয়াজউদ্দিনের। শিল্পীসত্তাকে তুলে ধরে নওয়াজ যে প্রকারন্তরে ইন্ডাস্ট্রির অন্দরেও কিছু বার্তা দিলেন তা আর বলার অপেক্ষা রাখে না।
The post ‘আমি ১৬.৬৬% হিন্দু’, জানেন এ কথা কেন বলছেন নওয়াজউদ্দিন? appeared first on Sangbad Pratidin.