সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধী ইন্ডিয়া জোটকে (INDIA bloc) প্রথম থেকেই কটাক্ষ করছে বিজেপি (BJP)। কখনও ‘ইন্ডি জোট’, কখনও বা ‘ঘমন্ডিয়া’ নানা নামে জোটকে খোঁচা দিতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। কিন্তু এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মুখে ইন্ডিয়া জোটের গুরুত্ব বর্ণনা! বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিলেন, বিরোধী ইন্ডিয়া জোট তাঁদের কাছে সত্যিকারের চ্যালেঞ্জ।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্যসভার সদস্য ধর্মেন্দ্র বলছেন, ”আমার মতে ইন্ডিয়া জোট বিজেপির কাছে সত্যিকারের চ্যালেঞ্জ। এনডিএ কোনও নির্বাচনকেই হালকা ভাবে নেয় না। তৃণমূল স্তর থেকে শীর্ষ নেতা, প্রতিটা নির্বাচনকে সকলেই অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। আর প্রধানমন্ত্রী মোদি আমাদের সামনে থেকে নেতৃত্ব দেন।”
[আরও পড়ুন: অভিষেকদের দিল্লি অভিযানকে ‘তামাশা’ বললেন কেন্দ্রীয় মন্ত্রী, পালটা দিল তৃণমূল]
২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়তে চান ধর্মেন্দ্র। তাঁর কথায়, ”আমি ইতিমধ্যেই দলকে নিজের ইচ্ছের কথা জানিয়েছি। অনুরোধ করেছি যেন আমাকে একটা সুযোগ দেওয়া হয়। মোদিকে তৃতীয় বারের জন্য মসনদে ফেরানোই বিজেপির এজেন্ডা।”
সেই সঙ্গেই কংগ্রেসকে ‘ফ্যামিলি পার্টি’ বলে তোপ দেগে দেশজুড়ে জাতিগত জনগণনা চাওয়া রাহুল গান্ধীকে কটাক্ষও করেছেন ধর্মেন্দ্র। পাশাপাশি মহিলা সংরক্ষণ বিল যে কংগ্রেস আমলে পাশ করানোর চেষ্টা হয়নি, সেই অভিযোগও করেছেন বিজেপি নেতা।