shono
Advertisement

পারিবারিক সম্পত্তিবৃদ্ধি নিয়ে মামলা, ‘পেনশনও নিই না’, সপাট জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজের আয়ের উৎস সম্পর্কেও স্পষ্ট করলেন ধারণা।
Posted: 03:03 PM Aug 29, 2022Updated: 04:44 PM Aug 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সম্পত্তিবৃদ্ধি মামলায় নাম জড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta HC)। মামলাকারীর বয়ান অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গরিব পরিবার থেকে উঠে এসেছেন। তাঁর ছয় ভাই আছেন। ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কীভাবে এই বৃদ্ধি, তা জানতে চেয়েছেন অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি। তাঁর হয়ে মামলা দায়ের করেছেন বিজেপি (BJP) নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

Advertisement

সোমবার এই মামলার খবর পেয়ে পালটা দিলেন মুখ্যমন্ত্রী। মেয়ো রোডে টিএমসিপির (TMCP)প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে তিনি বলেন, ”আমি কেন্দ্রীয় মন্ত্রী থাকার সুবাদে এক লক্ষ টাকা করে পেনশন পেতাম, এক পয়সাও নিইনি। এখনও মাইনে নিই না, এমনকী খুব দরকার ছাড়া সরকারি গাড়ি চড়ারও কোনও দরকার হয় না। এই মামলা এখানে কেন, এই মামলা আন্তর্জাতিক আদালতে হোক।”

[আরও পডুন: তেরঙ্গা বিতর্কে জয় শাহ: ‘কুলাঙ্গার ছেলেকে ত্যাজ্যপুত্র করুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিষেক]

জনস্বার্থ মামলাটিতে আরও বলা হয়েছে, কলকাতা পুরসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী প্রার্থী হন। তাঁর পেশ করা হলফনামায় দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছিল। তবে একাধিক সম্পত্তির উল্লেখ হয়নি। যেগুলি বিপুল টাকার সম্পত্তি এবং জলের দামে কেনা হয়েছে বলে অভিযোগ। কীভাবে সম্পত্তির এত পরিমাণ বাড়ল, তা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হল মামলা। ইডি, সিবিআই ও আয়কর দপ্তরকে দিয়ে তদন্ত করার আবেদন জানানো হয়েছে মামলায়।

এই মামলার খবর শুনে তীব্র প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী। মেয়ো রোডের মঞ্চ থেকে তিনি বললেন, ”ওগুলো কি আমার সম্পত্তি? আমরা সবাই আলাদা আলাদা পরিবার। সবাই বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে। কোনও সম্পর্ক নেই কারও সঙ্গে। শুধু উৎসবের সময় সম্পর্ক। তাদের পরবর্তী প্রজন্ম এসেছে। তারা চাকরি-বাকরি করে ঘরদোর বানিয়েছে। একমাত্র মায়ের দায়িত্ব ছিল আমার। আমার তো সব ডকুমেন্ট দেওয়াই আছে। আমি বলি, এই মামলা এখানে কেন, ইন্টারন্যাশনাল আদালতে হোক।”

[আরও পডুন: ‘কেষ্টর মতো ছেলে হয় না’, টিএমসিপির সভায় মমতার মুখে পার্থরও নাম]

এরপর নিজের আয়ের উৎস সম্পর্কে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। জানান, ”আমি ১ লক্ষ টাকা করে পেনশন ১২ বছর ধরে নিই না, কত টাকা হয়, হিসেব করুক ছাত্র-যুবরা। এখনও মুখ্যমন্ত্রী হিসেবে সরকারের থেকে এক পয়সাও নিই না। খুব প্রয়োজন ছাড়া গাড়ি চড়ার দরকার হয় না। বই কেন বিক্রি করি, তা নিয়ে প্রশ্ন। বুকফেয়ারে খোঁজ নিয়ে দেখুন, কোন বই বেস্টসেলার। লিখে দেখান না ১০০০ কবিতা।” মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একজন আইনজীবী। এদিন সম্পত্তির মামলা নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বুঝিয়ে দিলেন, আইনি লড়াই চলবে বহুদূর।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement