shono
Advertisement

হ্যাকিং রুখতে কর্মীদের বিশেষ ল্যাপটপ, স্মার্টফোন দেবে বায়ুসেনা

সূত্রের খবর, পাকিস্তান-চিনের ক্রমাগত তথ্য চুরি আটকাতেই এই টোটকা ভারতের৷ The post হ্যাকিং রুখতে কর্মীদের বিশেষ ল্যাপটপ, স্মার্টফোন দেবে বায়ুসেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:12 AM Mar 04, 2017Updated: 05:42 AM Mar 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার জগতে শত্রুর হানা রুখতে আরও সক্রিয় হচ্ছে ভারতীয় বায়ুসেনা (IAF)৷ আমদানি করা হবে এমন ল্যাপটপ, যা সম্পূর্ণ হ্যাকিং প্রুফ৷ অতি বড় হ্যাকারও যেখান থেকে তথ্য চুরি করার সাহস পাবে না বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, খুব শিগগিরি আইএএফ কর্মীদের হাতে তুলে দেওয়া হবে এই নতুন ল্যাপটপগুলি৷

Advertisement

এসবিআই ব্যাঙ্কের নয়া নিয়ম, লাগু হচ্ছে ১ এপ্রিল থেকেই

বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানি ও চিনের হ্যাকারদের নজরে রয়েছে ভারতীয় সেনার সাইটগুলি৷ একাধিকবার হ্যাকারদের কবলেও পড়তে হয়েছে সাইটগুলিকে৷ অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, সেনাকর্মীরা নিজস্ব ল্যাপটপ ব্যবহার করার সময় সুযোগ বুঝে থাবা বসিয়েছে হ্যাকাররা৷ সেই কারণেই কর্মীদের হ্যাক-প্রুফ ল্যাপটপ দেবে আইএএফ৷ যাতে ইন্টারনেটের বদলে থাকবে শুধু এয়ার ফোর্স নেটওয়ার্ক (AFNET)৷ শুধু বিমানবাহিনীর ঘাঁটিগুলিতেই সক্রিয় থাকবে এই নেটওয়ার্ক৷

আপডেটের গেরো, এই ফোনে আর কাজ করবে না Whatsapp!

কেবল ল্যাপটপ নয়, কর্মীদের হাতে হ্যাক-প্রুফ স্মার্টফোনও তুলে দিতে চলেছে ভারতীয় বিমানবাহিনী৷ যাতে থাকবে ভিডিও ও ভয়েস কলিংয়ের সুবিধা৷ সবটাই এয়ার ফোর্স নেটওয়ার্কের অধীনে৷ তবে এতে স্মার্ট অ্যাপ গুলি ব্যবহার করা যাবে না৷ কারণ নিরাপত্তা ব্যবস্থা সেভাবেই গড়ে তোলা হবে৷ বিশেষজ্ঞদের মতে, স্মার্ট অ্যাপের জনপ্রিয়তাই সাম্প্রতিক কালে অনেক গোপন তথ্য ফাঁস হওয়ার জন্য দায়ী৷ সেই কারণেই এই পদক্ষেপ৷

আধার কার্ড না থাকলে আর মিলবে না মিড ডে মিল

The post হ্যাকিং রুখতে কর্মীদের বিশেষ ল্যাপটপ, স্মার্টফোন দেবে বায়ুসেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement