shono
Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির আট অ্যাম্বাসাডরের মধ্যে স্থান পেলেন ভাজ্জি

টুর্নামেন্টের বাকি আর ঠিক ৫০ দিন৷
Posted: 05:16 PM Apr 12, 2017Updated: 11:46 AM Apr 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল উন্মাদনার মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যাম্বাসাডরদের বেছে নিল আইসিসি৷ টুর্নামেন্ট শুরুর ঠিক ৫০ দিন আগে অ্যাম্বাসাডর হিসেবে বুধবার ৮জন ক্রিকেটারের নাম ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷

Advertisement

[সোশ্যাল মিডিয়ায় ধোনির হয়ে এবার জবাব দিলেন স্ত্রী সাক্ষী]

জুন মাসের ১ তারিখ ওভালে ইংল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট৷ ফাইনাল ১৮ জুন৷ আইসিসি-র তরফে এদিন ৮ জনের নাম ঘোষণা করা হল৷ যাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় স্পিনার হরভজন সিং৷ রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো শাহিদ আফ্রিদি৷ বাকি ছ’জন অ্যাম্বাসাডর হলেন, বাংলাদেশের হাবিবুর বাশার, ইংল্যান্ডের ইয়ান বেল, কিউয়ি বোলার শেন বন্ড, অজি তারকা মাইক হাসি, শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা এবং প্রোটিয়া ব্যাটসম্যান গ্রেম স্মিথ৷ টুর্নামেন্ট শুরুর আগে ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন শহরে ঘুরবে ট্রফি৷ সঙ্গে থাকবেন অ্যাম্বাসাডররাও৷ সেখানকার বেশ কিছু স্কুলের পড়ুয়ারা এই ক্রিকেটারদের থেকে কোচিংয়েরও সুযোগ পাবে৷ শুধু তাই নয়, আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে ম্যাচ সংক্রান্ত বিশ্লেষণ লিখবেন ভাজ্জি, বুমবুমরা৷ আইসিসি-র সিইও ডেভিড রিচার্ডসন বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর ৫০ দিন৷ তার আগে আটজনকে টুর্নামেন্টের অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হল৷ আমি নিশ্চিত টুর্নামেন্টের ১৫টি ম্যাচ নিয়ে তাঁদের লেখা ক্রিকেটভক্তদের মন জয় করবে৷”

ভারতীয় দলের বোলার ভাজ্জি বলেন, “এই সম্মান আমার কাছে দারুণ গর্বের৷ আমার বিশ্বাস, ভারত ফের চ্যাম্পিয়ন হবে৷ প্রতিটি ম্যাচের দিকে নজর থাকবে৷ এবং আশা করি, আমার মতো হাজার হাজার ক্রিকেটপ্রেমীরাও এই টুর্নামেন্ট দেখবে৷”

[পারিবারিক বিবাদ নিজেরা মেটান, লিয়েন্ডারকে নির্দেশ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement