shono
Advertisement

আম্পায়ারদের হাতে বিশেষ ক্ষমতা, আরও কড়া নিয়ম আনল ICC

জেনে নিন আরও কী নতুন নিয়ম আনছে আইসিসি। The post আম্পায়ারদের হাতে বিশেষ ক্ষমতা, আরও কড়া নিয়ম আনল ICC appeared first on Sangbad Pratidin.
Posted: 04:50 PM Jun 24, 2017Updated: 11:20 AM Jun 24, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ক্রিকেটের বেশ কিছু নিয়মে রদবদল আনতে চলেছে আইসিসি। কয়েকদিন আগেই অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি বেশ কিছু নিয়মে পরিবর্তনের জন্য সুপারিশ করেছিল। সেই সুপারিশেই এবার শিলমোহর দিল ডেভিড রিচার্ডসনের নেতৃ্ত্বাধীন আইসিসি চিফ এগজিকিউটিভস কমিটি। ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আইসিসি-র বার্ষিক বৈঠক ডাকা হয়। সেখানেই ক্রিকেট কমিটির সুপারিশগুলি নিয়ে পর্যালোচনার পর সেগুলিতে শিলমোহর পরে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই নিয়মগুলি।

Advertisement

[‘নো বল’ ছবি বিতর্কে জয়পুর পুলিশকে কী জবাব দিলেন বুমরাহ?]

জানা গিয়েছে, নতুন আনা নিয়মের মধ্যে দু’টি সবচেয়ে উল্লেখযোগ্য। এক, এলবিডব্লুউ আউটের ক্ষেত্রে ডিআরএস-এর সময় তৃতীয় আম্পায়ার যদি মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন, তাহলে আবেদনকারী দলের রিভিউটি নষ্ট হবে না। দুই, যদি কোনও খেলোয়াড় মাঠের ভিতর অভব্য আচরণ করেন বা নিয়ম ভাঙেন, সেক্ষেত্রে আম্পায়ার মনে করলেই তাঁকে মাঠের বাইরে পাঠাতে পারেন। তখন আইসিসির ‘কোড অব কন্ডাক্ট’ মেনেই চলবেন আম্পায়াররা।

[চকবাজারে বিশাল মিছিলে মোর্চার শক্তি প্রদর্শন, ‘দূরত্ব’ জিএনএলএফের]

এর পাশাপাশি আরও বেশ কিছু নিয়মে বদল আনা হয়েছে। যেমন- ১ অক্টোবরের পর থেকে সমস্ত আন্তর্জাতিক টি-২০ ম্যাচে চালু হবে ডিআরএস। এছাড়া একজন ক্রিকেটার নিয়মের বাইরে তার ব্যাট চওড়া করতে পারবেন না। রান আউটের ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম। কোনও ব্যাটসম্যান যদি ব্যাট মাটিতে ঠেকানোর পর ব্যাটটি লাফিয়ে ওঠে, আর সেসময় উইকেট ভাঙা হয়, সেক্ষেত্রে ওই ব্যাটসম্যান আউট হবেন না। বর্তমান নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান ক্রিজের ভিতরে ব্যাট না ঠেকানোর আগেই যদি উইকেট ভাঙা হয়, সেক্ষেত্রে তাঁকে আউট বলে মেনে নেওয়া হবে।

[রাজনীতির অযোগ্য ‘প্রতারক’ রজনীকান্ত, বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামী]

The post আম্পায়ারদের হাতে বিশেষ ক্ষমতা, আরও কড়া নিয়ম আনল ICC appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement