আফগানিস্তান: ১৫৬ (গুরবাজ ৪৭, শাকিব ৩/৩০)
বাংলাদেশ: ১৫৮/৪ (শান্ত ৫৯*, মেহেদি ৫৭)
বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (ICC Men’s World Cup 2023) দুর্দান্ত শুরু করল বাংলাদেশ (Bangladesh)। প্রথম ম্যাচে আফগানিস্তানকে (Afghanistan) হারিয়ে দিল বাংলার বাঘেরা। ৫০ ওভারের ফরম্যাটে আফগানিস্তান ভালো দল। আফগানদের লড়াইকে ভয় পায় যে কোনও দলই। সেই আফগানিস্তানকেই শনিবার হারিয়ে দিল বাংলাদেশ। আফগানরা প্রথমে ব্যাট করে তোলে ১৫৬ রান। পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি আফগানিস্তান। ৩৭.২ ওভারে শেষ হয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৪.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ৯২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন শাকিবরা।
বিশ্বকাপে খেলতে আসার আগে বাংলাদেশ ক্রিকেটে বিতর্কের ঢেউ। এই আফগানিস্তানের বিরুদ্ধেই সিরিজের মাঝপথে তামিম ইকবাল আচম্বিতেই ঘোষণা করে দেন তিনি সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিচ্ছেন। তাঁর মানভঞ্জন করার জন্য হস্তক্ষেপ করতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: তিন স্পিনার নিয়ে অজি ব্যাটিং বধ করার পরিকল্পনা, ইঙ্গিত দিলেন রোহিত]
বিশ্বকাপে আসার ঠিক আগে আরেকপ্রস্থ নাটক। তামিমকে নিয়ে গৃহযুদ্ধ হয় বাংলাদেশের ক্রিকেটে। খবর ছড়ায় শাকিব আল হাসানের তীব্র আপত্তিতেই তামিম ইকবালকে ছাড়া ভারতের মাটিতে খেলতে আসে বাংলাদেশ। দেশে বিস্ফোরণ ঘটান তামিম। অধিনায়ক শাকিব আল হাসান বিস্ফোরক বাঁ হাতি ওপেনারের বিরুদ্ধে মুখ খোলেন। বিশ্বকাপ চলে যায় পিছনের সারিতে। গৃহযুদ্ধই বড় আকার ধারণ করে বাংলাদেশের ক্রিকেটে।
ভারতের মাটিতে আসার পরেও সমস্যা পিছনে ছাড়েনি শাকিবদের। দলের অনুশীলেন চোট পান শাকিব। অনিশ্চিত হয়ে পড়েন আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে। কিন্তু শাকিব নামলেন শনিবার। বল হাতে তিন-তিনটি উইকেট নেন। ব্যাট হাতে অবশ্য বেশি রান করতে পারেননি চ্যাম্পিয়ন অলরাউন্ডার। ম্যাচ শেষ হওয়ার সামান্য আগে আউট হন শাকিব (১৪)।
বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের রাহমানিল্লাহ গুরবাজ ছাড়া কেউই বিশেষ রান করতে পারেননি। গুরবাজ ৬২ বলে ৪৭ রান করেন। তিনিই সর্বোচ্চ রান করেন। বাংলাদেশের বোলারদের সামনে আত্মসমর্পণ করেন বাকিরা। । শাকিবের পাশাপাশি মেহেদি হাসান মিরাজও তিনটি উইকেট নেন। ব্যাট হাতেও মেহেদি হাসান সফল। ৫৭ রান করেন তিনি। নাজমুল হোসেন শান্ত (৫৯) ও মুশফিকুর রহিম বাকি কাজ সারেন। বাংলাদেশকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাঁরা এনে দেন জয়।