shono
Advertisement

ICC ODI World Cup 2023: দারুণ ছন্দে বাবর, ভারতের মাটিতে নেমেই রিজওয়ানের শতরান! কী বললেন পাক ব্যাটার?

ব্যাটে দাপট দেখালেন রিজওয়ান-বাবর।
Posted: 07:47 PM Sep 29, 2023Updated: 07:47 PM Sep 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মতো মেগা ইভেন্ট। এরমধ্যে আবার ভারতের (India) মাটিতে প্রথমবার খেলার সুযোগ। কাপ যুদ্ধ শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের (Pakistan) শুরুটা বেশ ভালোভাবেই হল। হায়দরাবাদের (Hyderabad) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের (Rajib Gandhi International Stadium) বাইশ গজ মাতিয়ে দিলেন বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। পাক অধিনায়ক অনেক আশা জাগিয়ে ৮০ রানে ফিরলেও, রিজওয়ান ১০৩ রান করলেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৫ রান তুলে দিল ১৯৯২ সালের বিশ্বজয়ী দল।

Advertisement

শতরানের পর ইনিংসের বিরতির মাঝে রিজওয়ান বলেন, “শতরান সব সময় স্পেশাল। যেখানেই শতরান আসুক। তবে এটা সত্যি যে বিশ্বকাপের আসল লড়াই শুরু হওয়ার আগে এই শতরান আমার আত্মবিশ্বাস বাড়াবে।” দীর্ঘ সাত বছর ভারতে এসেছে পাক দল। কেমন আতিথেয়তা পেলেন? রিজওয়ান যোগ করলেন, “অসাধারণ। ভারতীয়দের ব্যবহার আমার তো খুবই ভালো লেগেছে। বিমানবন্দরে নামার পর থেকেই সবাই আমাদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। লাহোর, করাচিতে যেমন ভালোবাসা পাই এখানেও তেমনই সম্মান পাচ্ছি।”

[আরও পড়ুন: খালিস্তানিদের নিশানায় ভারত-পাক ম্যাচ, পান্নুনের হুমকিতে বিশ্বকাপেও সন্ত্রাসের ছায়া]

ভারতের মাটিতে পা রেখেই ব্যাটে ফের নজর কাড়লেন বাবর আজম। ছবি: টুইটার

হাঁটুর চোট এখনও পুরো সারেনি। তাই এদিন ফিল্ডিং করেননি কেন উইলিয়ামসন। কিউইদের নেতৃত্ব দেন টম ল্যাথম। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাবর। তবে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরির সৌজন্যে শুরুতেই চাপ পড়ে যায় পাকিস্তান। ইমাম-উল-হক (১), আবদুল্লা শফিক (১৪) দ্রুত সাজঘরে ফিরে যান। ফলে ৪৬ রানে ২ উইকেট হারায় পাক দল।

আর এর পরেই শুরু হয় পাকিস্তানের পালটা লড়াই। ক্রিজে নেমেই বাবর ও রিজওয়ান আগ্রাসী মেজাজে স্কোরবোর্ডে রান তুলতে শুরু করেন। কিউইরা এদিন আটজন বোলারকে ব্যবহার করলেও, হাত ঘোরাননি দলের অভিজ্ঞ বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ফলে তৃতীয় উইকেটে দুজন ১১৪ রান যোগ করেন। বাবরের ব্যাটিং দেখে মনে হচ্ছিল প্রথমবার ভারতে এসেই শতরানের মুখ দেখবেন। কিন্তু সেটা হল না। বাবরকে ফিরিয়ে ফের একবার পাক দলকে ধাক্কা দিলেন মিচেল স্যান্টনার। ৮৪ বলে ৮০ রান করে আউট হলেন তিনি। মারলেন ৮টি চার ও ২টি ছক্কা। তবে রিজওয়ানকে থামিয়ে রাখা যায়নি। মারমুখী মেজাজে শতরান সেরে ফেলেন। বাকি ব্যাটারদের সুযোগ দেওয়ার জন্য ৯৪ বলে ১০৩ রান করে অবসর নেন তিনি। ফিরে যাওয়ার আগে মারলেন ৯টি চার ও ২টি ছক্কা মারেন। এর পর সৌদ শাকিল ৫৩ বলে ৭৫ রান করেন। ফলে বড় রান তুলে দেয় পাকিস্তান।

[আরও পড়ুন: ‘আমাকে গ্রেপ্তার করা হয়নি!’ দাবি করলেন বাবরদের সুপার ফ্যান ‘বসির চাচা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement