shono
Advertisement

ICC ODI World Cup 2023, Sourav Ganguly: বিশ্বকাপে কেমন দল গড়লেন সৌরভ? কাকে বাদ দিলেন? জানতে পড়ুন

যজুবেন্দ্র চাহালকে বাদ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
Posted: 12:44 PM Aug 26, 2023Updated: 01:41 PM Aug 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর দু’মাসেরও কম সময়। এই মুহূর্তে এশিয়া কাপ (Asia Cup 2023) জয়ের লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) চলছে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) শিবির। এর আগে আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) দল পছন্দের ১৫ জনের দল বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের প্রাক্তন অধিনায়কের বেছে নেওয়া এই দলে রয়েছেন কেএল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।

Advertisement

নিজের ১৫ সদস্যের দল গঠন নিয়ে সৌরভ বলেন, “যদি মিডল অর্ডারে কেউ চোট পান তাহলেই তিলক সুযোগ পাবে। পেসারদের মধ্যে কেউ চোটের কবলে পড়লে প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখে নেওয়া হতে পারে। আর যদি কোনও স্পিনার আনফিট হয়, তাহলে তার জায়গায় আসতে পারে চাহাল।” মহারাজ ফের যোগ করেন, “আসলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এই দল গড়া হয়েছে। বেশ কয়েক জন ফিয়ারলেস ক্রিকেটার আছে, যারা নিজের দমে খেলা গড়তে পারে।”

[আরও পড়ুন: জয় শাহ নন, পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে যাচ্ছেন রজার বিনি]

মহারাজের দলে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে রয়েছেন রোহিত, ঈশান কিষান ও শুভমান গিল। তেমনই মিডল অর্ডারে বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স ও সূর্য কুমার যাদবের উপর ভরসা রেখেছেন বিসিসিআই-এর প্রাক্তন অধিনায়ক।

এশিয়া কাপের দলে কেএল রাহুল ও ঈশানকে উইকেটকিপার হিসেবে দলে রাখা হয়েছে। সৌরভের পছন্দের উইকেটকিপারও এই দুই ক্রিকেটার। এদিকে সৌরভের দলে তিন স্পিনার হলেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। তবে তাঁর দলে জায়গা পাননি যুজবেন্দ্র চাহাল ও তিলক বর্মা।

তেমনই সৌরভের দলে জায়গা পেয়েছেন চার পেস বোলার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়া, জাদেজা।

[আরও পড়ুন: মজার টুইট! চাঁদে তিন স্পিনার, এক সিমার ও একজন অলরাউন্ডার নিয়ে নামবেন ওয়াসিম জাফর!]

সৌরভের ১৫ জনের ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঈশান কিষান (উইকেটকিপার), কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement