সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ফর্মের তুঙ্গে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৮ ম্যাচে ৫৪৩ রান করে এই মুহূর্তে সর্বাধিক স্কোরারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। সর্বোচ্চ বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে অপরাজিত ১০৩। গড় ১০৮.৬০। ৮৮.২৯ স্ট্রাইক রেট বজায় রেখে রয়েছে ২টি শতরান ও ৪টি অর্ধশতরান। বাইশ গজের যুদ্ধে এমন দাপট বজায় রাখার জন্য ফের একবার বিরাটকে সার্টিফিকেট দিলেন স্যর ভিভ রিচার্ডস (Sir Viv Richards)। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) নাম মুখে না নিয়ে, ‘কিং কোহলি’-কে (King Kohli) সর্বকালের সেরা বলে মন্তব্য করলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) কিংবদন্তি।
ভিভ রিচার্ডস বলেছেন, “গত কয়েক বছর এবং আমাদের সময় অনেক বড় ব্যাটারকে দেখেছি। কিন্তু কেউই বিরাটের মতো নয়। আমি বিরাটের অনেক বড় ভক্ত। এবং এই বিশ্বকাপে ওর পারফরম্যান্সের উপর ভিত্তি করে মোটেও ওর প্রতি ভালোবাসা দেখাচ্ছি না। বিরাট ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে। সেইজন্য ও শচীনের মতো উচ্চতায় পৌঁছে গেল।”
[আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে কার্যত শেষ চারে নিউজিল্যান্ড, বিদায়ের পথে পাকিস্তান]
২০১৯ সালের পর ২০২২, প্রায় তিন বছর ফর্মের ধারেকাছে ছিলেন না বিরাট। এরমধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল ২০২২ সালে। ১১টি একদিনের ম্যাচে করেছিলেন মাত্র ৩০২ রান। সঙ্গে ছিল মাত্র ১টি শতরান ও ২টি অর্ধ শতরান। সর্বাধিক বাংলাদেশের বিরুদ্ধে ১১৩ রান। গড় ২৭.৪৫। স্ট্রাইক রেট ৮৭.০৩। তাঁর সঙ্গে জুড়ে গিয়েছিল একাধিক বিতর্ক। কিন্তু সেই খারাপ সময় কাটিয়ে বিরাট আবার স্বমহিমায় ধরা দিয়েছেন। চলতি বছর কিং কোহলি ফর্মের তুঙ্গে রয়েছেন। পরিসংখ্যানে চোখ রাখলেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ২০২৩ সালে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচে বিরাটের রান ১১৫৫। সর্বাধিক শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৬৬। গড় ৭২.১৮। স্ট্রাইক রেট ৯৯.৮২। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৬টি অর্ধশতরান।
সেটা মনে করিয়ে দিয়ে ভিভ ফের যোগ করেছেন, “গত কয়েকটা বছর ও খারাপ সময় দেখেছে। আসলে একজন পারফর্মারকে উন্নতি করতে হলে মাঝেমধ্যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। সবাই অবশ্য খারাপ সময়কে উড়িয়ে এগিয়ে যেতে পারে না। বিরাট প্রকৃত চ্যাম্পিয়ন বলেই ফর্মে ফিরেছে।
২০১১-২০২৩, ১২ বছরের বিশ্বকাপ কেরিয়ারে ৩৪ ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছে ১৫৭৩ রান। সর্বাধিক পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রান। গড় ৫৮.২৫। ৮৭.২৪ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪টি শতরান এবং ১০টি অর্ধ শতরান। গাভাসকরের সময় ক্রিকেট কোচেরা বলতেন তাঁর খেলা দেখে শিখতে। শচীনের যুগে তাঁরা বলতেন মুম্বইকরের খেলা উপভোগ করতে। বর্তমান যুগের কোচরা বলেন বিরাটের খেলা দেখ আর শুধু হাততালি দাও, কারণ অন্য গ্রহের মানুষের খেলা কখনও অনুকরণ করা সম্ভব নয়। তবে কি বিরাটই ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার? একদিনের ক্রিকেটে ‘মাস্টার ব্লাস্টার’-এর ৪৯তম শতরানে ভাগ বসানোর পর সেই বিতর্ক ফের একবার উসকে দিলেন ভিভ রিচার্ডস।