-
- ফটো গ্যালারি
- Icc odi world cup 2023 virat kohli rohit sharma jasprit bumrah and mohammed shami among 9 contenders for player of the tournament
ICC ODI World Cup 2023: সেরা ৯ ক্রিকেটারের তালিকায় ৪ ভারতীয়, পুরস্কারের দৌড়ে আর কারা?
কার হাতে উঠবে সেরার পুরস্কার?
Tap to expand
২০১১ সালের বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট কোহলি। এবারের কাপযুদ্ধের ১০ ম্যাচে সর্বাধিক ৭১১ রান করে ফেলেছেন কিং কোহলি। সর্বোচ্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রান। গড় ১০১.৫৭। ৯০.৬৮ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৩টি শতরান ও ৫টি অর্ধশতরান। এমনকি বিরাট তাঁর 'আইডল' শচীন তেণ্ডুলকরকে টপকে সেরে ফেলেছেন একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০তম শতরান। তাই এবার বিরাটের হাতে প্রতিযোগিতার সেরার পুরস্কার হাতে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
Tap to expand
এবারের কাপযুদ্ধে দারুণ পারফরম্যান্স করছেন অ্যাডাম জাম্পা। উপমহাদেশীয় উইকেটের সাহায্য তুলে ১০ ম্যাচে নিয়ে ফেলেছেন ২২টি উইকেট। সেরা বোলিং নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে ৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার।
Tap to expand
অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে কাপযুদ্ধ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও সেরা ক্রিকেটারের দৌড়ে বেশ ভালোভাবেই আছেন কুইন্টন ডি কক। ১০ ম্যাচে তাঁর রান ৫৯৪। সর্বাধিক ১৭৪ রান বাংলাদেশের বিরুদ্ধে। গড় ৫৯.৪০। ১০৭.০২ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪টি শতরান।
Tap to expand
এবারের কাপ যুদ্ধের প্রথম দিকে তাঁর জায়গা ছিল ড্রেসিংরুম। কিন্তু হার্দিক চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতেই মাঠে নেমে যাওয়ার সুযোগ পান 'সহেসপুর এক্সপ্রেস'। মাত্র ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে সেরা পারফরম্যান্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এহেন শামি প্রতিযোগিতার সেরার পুরস্কার পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
Tap to expand
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। তবে তাতে কি! ১০ ম্যাচে ৫৭৮ রান করে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে রাচীন। সর্বাধিক ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রান। গড় ৬৪.২২। ১০৬.৪৪ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৩টি শতরান ও ২টি অর্ধশতরান।
Tap to expand
ব্যাট হাতে ৮ ম্যাচে করেছেন ৩৯৮ রান। সঙ্গে বল হাতে ৫ উইকেট। এরমধ্যে রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ বলে শতরানের ইনিংস। এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে ৯১ রানে ৭ উইকেট চলে যাওয়ার পর, ১২৮ বলে অপরাজিত ২০১ রান।
Tap to expand
চলতি বিশ্বকাপে শুধু ব্যাট দিয়ে রোহিত শর্মাকে মাপা উচিত নয়। অধিনায়ক হিসাবেও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন হিটম্যান। ইনিংসের শুরুতেই তুলছেন ঝড়। নিঃস্বার্থভাবে ইনিংস শুরু করার জন্য পরের দিকের ব্যাটাররা অনেক খোলা মনে বিপক্ষ বোলিংকে বুঝে নিতে পারছেন। ১০ ম্যাচে রান করেছেন ৫৫০। সর্বাধিক আফগানিস্তানের বিরুদ্ধে ১৩১ রান। গড় ৫৫। ১২৪.১৫ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি শতরান ও ৩টি অর্ধশতরান।
Tap to expand
পিঠের চোট সারিয়ে এবারের কাপযুদ্ধে দারুণ ফর্মে রয়েছেন জশপ্রীত বুমরাহ। ১০ ম্যাচে ইতিমধ্যেই ১৮টি উইকেট নিয়ে ফেলেছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। সেরা পারফরম্যান্স আফগানিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে নিয়েছিলেন ৩৯ রানে ৪ উইকেট।
Tap to expand
সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও এবারের বিশ্বকাপে দারুণ ব্যাটিং করেছেন কিউই তারকা। ১০ ম্যাচে তাঁর রান ৫৫২। সর্বোচ্চ ভারতের বিরুদ্ধে ১৩৪ রান। গড় ৬৯। ১১১.০৬ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ২টি শতরান ও ২টি অর্ধশতরান।
Published By: Sabyasachi BagchiPosted: 03:44 PM Nov 18, 2023Updated: 08:50 PM Nov 18, 2023
কার হাতে উঠবে সেরার পুরস্কার?