shono
Advertisement

Breaking News

ICC rankings: ভারতীয় ক্রিকেটে দুঃসময় অব্যাহত, এবার টেস্টে শীর্ষস্থান খোয়াল টিম ইন্ডিয়া

বিরাট অধিনায়কত্ব ছাড়তেই অনিশ্চয়তা বাড়ছে টিম ইন্ডিয়ায়।
Posted: 04:05 PM Jan 20, 2022Updated: 05:08 PM Jan 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট সাম্প্রতিক অতীতের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। টেস্টে বিরাট কোহলি (Virat Kohli) অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর একথা বললে বোধ হয় একটুও অত্যুক্তি করা হবে না। সেই কঠিন সময়ে আরও একটি দুঃসংবাদ পেলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর টেস্ট ক্রিকেটের সিংহাসনও হারাল ভারতীয় দল।

Advertisement

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে পর্যন্ত আইসিসি (ICC) টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে ছিল ভারত। রেটিং পয়েন্টেও ভালই এগিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু Ranking-এ অনেক পিছনে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর দুই টেস্ট হারতেই বদলে গেল সব সমীকরণ। আপাতত ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ক্রমতালিকায় তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া (Team India)। অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা অস্ট্রেলিয়া একলাফে উঠে এসেছে শীর্ষ স্থানে। তাঁদের সংগ্রহ ১১৯ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে টেস্ট ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। তাঁদের সংগ্রহ ১১৭ রেটিং পয়েন্ট। সদ্যই ঘরের মাঠে বাংলাদেশকে হারিয়েছে কিউয়িরা। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে।

[আরও পড়ুন: শচীনকে টপকে রেকর্ড কোহলির, শার্দূলের মরিয়া লড়াই সত্ত্বেও হার ভারতের]

২০১৬ সালে প্রথমবার আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে ওঠে বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ২০১৬-১৭ মরশুমে মোট ১২টি টেস্ট জেতে বিরাট কোহলির ভারত। হার মাত্র একটিতে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড-সহ মোট পাঁচটি দলের বিরুদ্ধে সিরিজ জিতে নজির গড়েছিলেন অধিনায়ক কোহলি। তারপর ব়্যাঙ্কিংয়ে বদল ঘটেনি। টানা চার বছর পর আইসিসির ক্রমতালিকায় শীর্ষেই ছিলেন বিরাটরা। ২০২০ সালের মে মাসে একবার সিংহাসনচ্যুত হতে হয় ভারতকে। কিছুদিন পরেই অবশ্য বিরাটের ভারত ফের শীর্ষস্থান দখল করে।

[আরও পড়ুন: সফল লড়াই, ইডেন পাচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ৩টি ম্যাচ]

কিন্তু এবার টেস্ট অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তার মধ্যে শীর্ষস্থান হারাতে হল। শুধু তাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও (WTC) খুব একটা সুবিধাজনক জায়গায় নেই টিম ইন্ডিয়া। সব মিলিয়ে কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতের হবু অধিনায়ককে বেশ কঠিন পরিস্থিতিতেই পড়তে হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement