সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁদেরকে ধর্তব্যের মধ্যে ধরেননি কেউ। সেই রশিদ খানরাই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গেল।
বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে পারে আফগানিস্তান, এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন একজনই। তিনি ব্রায়ান চার্লস লারা। বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান সেমিতে ওঠার পর রশিদ খান জোর গলায় বলছেন লারার কথা। কাট টু কাবুল।
[আরও পড়ুন: বাংলাদেশকে হারাতে চোটের ‘অভিনয়’! সেমিতে উঠেও প্রবল সমালোচনার মুখে আফগানিস্তান]
কাবুলের রাজপথে জনতার ঢল। কিংসটাউনে রশিদ খান, গুরবাজ চোখের জলে ভাসছেন। কান্না বড় ছোঁয়াচে। আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা নেমে পড়েছেন দেশের রাস্তায়। আবেগের খণ্ড খণ্ড ছবি সেখানে। আফগানিস্তান ম্যাচ জেতার পরে সেদেশের ক্রিকেট বোর্ড একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ নেমে পড়েছেন রাস্তায়। সেই ছবির ক্যাপশন হিসেবে লেখা, ''সাফল্যর অর্থ কী, সেটাই দেখে নিন।''
পাকতিয়া প্রদেশে ক্রিকেটপ্রেমীরাও উদযাপন করেছেন এই দারুণ জয়। খোস্ত প্রদেশেও একই ছবি। ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, ''টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগান অ্যাটলানের দুরন্ত এই জয় কীভাবে উদযাপন করতে হয় তা জানে এখানকার মানুষ।''
কিংসটাউন দেখল আফগানদের প্রবল লড়াই। হাতে পুঁজি মাত্র ১১৫ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে ১১৫ কোনও রানই নয়। দুটো বাউন্ডারি হাঁকালেই ম্যাচ পকেটস্থ হয়ে যাবে। সেই সঙ্গে কিছুক্ষণ বাদে বাদেই বৃষ্টি এসে খেলা বন্ধ করে দিচ্ছিল। ডাকওয়ার্থ-লুইস পদ্ধিততে শেষমেশ রশিদ খানরা ৮ রানে ম্যাচ জিতে নেন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান চমকে দিয়েছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এদিন বাংলাদেশকে হারিয়ে শেষ চারের ছাড়পত্র জোগাড় করেছেন রশিদ খানরা। শেষ চারের লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা।