shono
Advertisement

Breaking News

অজিদের বিরুদ্ধে ফাইনালের আগে কেমন সেজে উঠেছে উদয়ের গ্রাম? জানালেন তাঁর বাবা

সাহারনের ব্যাটে 'ভারত উদয়' ঘটবে?
Posted: 12:26 PM Feb 11, 2024Updated: 12:40 PM Feb 11, 2024

সব্যসাচী বাগচী: শুভমান গিলের (Shubman Gill) গ্রামের ছেলে উদয় সাহারান (Uday Saharan)। তাঁর রক্তে বইছে ক্রিকেট। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (ICC U19 Mens Cricket World Cup) দাপট দেখাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক। পঞ্জাবের ফাজিল্কায় বাড়ি উদয়ের। ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করে নেওয়ার জন্য উদয়কে নিয়ে আলোচনা চলছে। তবে উদয়কে নিয়ে আলোচনা হলেও, তাঁর বেড়ে ওঠার নেপথ্য নায়ক কিন্তু তাঁর বাবা সঞ্জীব সাহারান (Sanjeev Saharan)। যিনি একটা সময় চুটিয়ে ক্রিকেট খেললেও সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেননি। তবে তাতে কি! সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়াকে (Australia U19) হারিয়ে ফাইনাল জিততে পারে ভারত (India U 19)। এবং বিশ্বকাপ হাতে তুলে বাবার মুখে হাসি ফোটানোর অপেক্ষায় রয়েছেন দলের অধিনায়ক।

Advertisement

ফাইনালের আগে উদয়ের বাবার সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন.ইন। তিনি বলছিলেন, “আমাদের এলাকা পুরো সেজে উঠেছে। শুধু আমাদের পরিবার নয়, গোটা গ্রাম বিশ্বকাপ জয় সেলিব্রেট করতে মুখিয়ে রয়েছে। গঙ্গানগর রেসিডেন্সিয়াল ক্রিকেট অ্যাকাডেমিতে সবার জন্য খেলার দেখানোর আয়োজন করা হয়েছে। সেখানেই আমরা এবং এলাকার বাকিরা ক্রিকেট দেখবে। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা যাবে।”

[আরও পড়ুন: শচীন-উদয় ফর্মে থাকলেও ফাইনালের আগে ৩ বিষয়ে চিন্তা, একনজরে ভারতের শক্তি-দুর্বলতা]

সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪৫ রান তাড়া করতে নেমেছিল ভারত। ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ‘মেন ইন ব্লু’ ব্রিগেড। তবে প্রবল চাপের মুখে চুপসে না গিয়ে শচীন ধাস ও উদয় পঞ্চম উইকেটে ১৭১ রান যোগ করে ভারতকে জিততে সাহায্য করেন। ১২৪ বলে ৮১ রান করেছিলেন অধিনায়ক উদয়।

ফাইনালেও উদয়-শচীনের ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে ভারত। ছবি: X হ্যান্ডেল

সেই ইনিংস নিয়ে আলোচনা করতেই উদয়ের বাবা সঞ্জীব বলছিলেন, “আসলে ছোটবেলা থেকেই উদয় নিজের রান নিজেই মনে রাখত। প্রচণ্ড হিসেব করে ব্যাট করে। কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হবে সেটা উদয় জানে। আশাকরি ফাইনালেও আমরা এমনই পারফরম্যান্স দেখতে পাব।”

এক, দুই নয় টানা পঞ্চম বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। ষষ্ঠ খেতাব জয় থেকে এক কদম দূরে রয়েছে ভারতীয় দল। অতীতে ভারতকে যুব বিশ্বকাপ জেতানো সকল নেতাদের ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছেন উদয়। এখনও অবধি তিনি এই টুর্নামেন্টের ৬ ম্যাচে করেছেন ৩৮৯ রান। ৬৪.৮৩ গড় নিয়ে করেছেন ১টি শতরান ও ৩টি অর্ধ শতরান। সেরা পারফরম্যান্স নেপালের বিরুদ্ধে। সেই ম্যাচে ১০৭ বলে ১০০ রান করেছিলেন দলের অধিনায়ক।

এর আগে বিরাট কোহলি, পৃথ্বী শ, উন্মুক্ত চাঁদ ও যশ ধুল যুব বিশ্বকাপ জিতেছিলেন। তবে ব্যক্তিগত রানের নিরিখে সিনিয়রদের অনেক আগেই টপকে গিয়েছেন উদয়। আর তাই মেগা ফাইনালে উদয় এবং তাঁর দলের কাছে আসমুদ্র হিমাচল কাপ জয়ের আশা করছে। পারবে ভারত? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।

[আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে অজিদের অবস্থা কেমন? জেনে নিন শক্তি-দুর্বলতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement