অস্ট্রেলিয়া: ৩৯৯/৮ (ম্যাক্সওয়েল ১০৬, ওয়ার্নার ১০৪)
নেদারল্যান্ডস: ৯০
৩০৯ রানে জয়ী অস্ট্রেলিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বমেজাজে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। বুধবার নেদারল্যান্ডসকে (Netherlands) দুরমুশ করে ৩০৯ রানে জিতলেন গ্লেন ম্যাক্সওয়েলরা। সেই সঙ্গে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলল অজিরা। ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে এর চেয়ে বেশি রানের ব্যবধানে জিতেছে মাত্র একটি দল। ৩১৭ রানে ভারতের কাছে হেরেছিল শ্রীলঙ্কা, সেটাই রানের নিরিখে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় জয়।
ওয়ানডে বিশ্বকাপে (ICC World Cup 2023) রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ারই। ২০১৫ সালের বিশ্বকাপে আফগানিস্তানকে ২৭৫ রানে হারিয়েছিল অজিরা। এদিন নিজেদের রেকর্ডই ছাপিয়ে গেল হলুদ জার্সিধারীরা। ৩০৯ রানে নেদারল্যান্ডকে হারিয়ে দিয়েছে প্যাট কামিন্সের দল। ম্যাচে জোড়া সেঞ্চুরি ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের। চার উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা।
[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝেই দল ছেড়ে বাংলাদেশ ফিরলেন শাকিব, ব্যাপারটা কী?]
বুধবার টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম থেকে বেশ ভালো ছন্দে দেখাচ্ছিল নেদারল্যান্ডসের বোলিংকে। তবে সাময়িক আক্রমণ সামলে নিয়ে বিশ্বকাপে নিজের ষষ্ঠ সেঞ্চুরি করে ফেলেন ওয়ার্নার। মাত্র ৯৩ বলে ১০৪ রানের ইনিংস খেলে মঞ্চ গড়ে দেন। তার পর শেষের দশ ওভারে চলে ম্যাড ম্যাক্সের তাণ্ডব। ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকান ম্যাক্সওয়েল। ৩৯৯ রানে থামে অস্ট্রেলিয়া।
নেদারল্যান্ডসের তরফে এসেছে লজ্জার রেকর্ড। ডাচদের এক নম্বর তারকা বাস ডি লিডি এদিন ১০ ওভার বল করে দিলেন ১১৫ রান। এক ম্যাচে এত রান বিশ্বকাপের ইতিহাসে আর কোনও বোলার দেননি। রান তাড়া করতে নেমে একেবারে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। মাত্র ৯০ রানে গুটিয়ে যায় তারা।