সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একরাশ হতাশা নিয়ে শেষ হয়েছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। ব্যাটার হোক, বোলার হোক বা ফিল্ডার, নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোনও পাক তারকাই। বারবার প্রশ্ন উঠছে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে। বারবার সমালোচনার তিরে ছিন্নভিন্ন করে দিয়েছেন প্রাক্তনরা। এখন প্রশ্ন হল, এত সব সমালোচনা, এত বিতর্কের পরও বাবর আজম পাকিস্তানের অধিনায়ক পদে থাকবেন? নাকি তিনি সরে দাঁড়াবেন?
এমনিতে পাক ক্রিকেট বোর্ডের (PCB) ডামাডোল অবস্থার আঁচ পড়েছে বাবরদের ড্রেসিংরুমেও। একাধিকবার শোনা গিয়েছে, শাহিন আফ্রিদি আর বাবর আজম নাকি ঝামেলায় জড়াচ্ছেন। আবার বাবরের সঙ্গে পিসিবি কর্তা জাকা আশরফের সম্পর্ক নিয়েও বহু লেখালেখি হয়েছে। এসবের মধ্যে জল্পনা শোনা যাচ্ছিল, বাবর হয়তো পাক অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিশ্বকাপ শেষ হলেই। সেমিফাইনালে না উঠতে পারলে তো অধিনায়ক পদে তাঁর থাকার প্রশ্নই নেই।
[আরও পড়ুন: প্রাপ্য মেটাচ্ছে না কেন্দ্র, অভিষেকের পথেই দিল্লি অভিযানে বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী]
কিন্তু বাবর নিজে বলছেন অন্য কথা। শনিবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে হারার পর পাক অধিনায়ক বলে গেলেন, তিনি এই পাকিস্তান দলকে নতুন করে গড়বেন। আর সেই কাজে নেতৃত্বটাও তিনিই দেবেন। সরাসরি অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন না করা হলেও ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবরকে জিজ্ঞেস করা হয়েছিল, পাক দলকে নতুন করে গড়ার কাজে তিনি নেতৃত্ব দেবেন কিনা? তাতে পাক অধিনায়ক বলেন,”হ্যাঁ আমরা এই পারফরম্যান্সে হতাশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবেতেই ভুল করেছি। আমরা এই টুর্নামেন্টের ভালো দিকগুলো নেব। ভুল নিয়েও আলোচনা করব। আমি চেষ্টা করব, আমার সেরা অভিজ্ঞতা দিয়ে দলের পুনর্গঠনে নেতৃত্ব দেওয়ার।”
[আরও পড়ুন: ফের পুলওয়ামা? কাশ্মীরে ফাঁস ৮৫ কোটির ‘টেরর ফান্ডিং’ ষড়যন্ত্র]
বাবরের (Babar Azam) কথায় ইঙ্গিত, তিনি নিজে অধিনায়কত্ব ছাড়বেন না। তবে তাঁকে অধিনায়ক পদে রাখা হবে কিনা, সেটা অবশ্য পাক দল পাকিস্তানে ফিরলেই ঠিক হবে। রবিবার কলকাতা থেকেই পাকিস্তানে উড়ে যাবেন বাবররা। রবিবার সকাল ৮টা ৫৫ নাগাদ পাকিস্তান ক্রিকেটারদের প্রথম দলটি উড়ে যাবে। রাত ৮টা ২০ মিনিটে ফিরবেন কয়েকজন তারকা। কয়েকজন তারকা ফিরবেন সোমবার। তার পরই ঠিক হবে বাবরের ভবিষ্যৎ।