shono
Advertisement

মহা ম্যাচে কেমন হবে ইডেনের পিচ? ভারতীয় দলের প্রথম একাদশে কারা?

Posted: 10:54 AM Nov 05, 2023Updated: 10:54 AM Nov 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি ওয়ানডে বিশ্বকাপের শ্রেষ্ঠ যুদ্ধটা দেখতে চলেছে রবিবারের ইডেন। অন্তত গ্রুপ পর্বের বিচারে তো বটেই। যেখানে টুর্নামেন্টে এ যাবৎ সেরা দু’টো টিম সম্মুখসমরে নামছে। আরও একটা উদযাপনের সুযোগ এদিন পাচ্ছে শহর। সেটা হল বিরাট রাজার জন্মদিন। স্বাভাবিকভাবেই বাড়তি উন্মাদনা। শহর কলকাতা যে কতটা উত্তেজিত, সেটা টিকিটের হাহাকার দেখলেই বোঝা যায়। মাথা খুঁড়েও স্টেডিয়ামে ঢুকে এই মহাযজ্ঞের সাক্ষী থাকার সুযোগ পাচ্ছে না শহরবাসী।

Advertisement

এ হেন ম্যাচে বাদ সাধবে না তো আবহাওয়া? আশঙ্কা যে একেবারে ছিল না তেমন নয়। ভারতীয় টিমের খচখচানিও আবহাওয়া নিয়ে। শনিবারও বারবার পিচের কাছে গিয়ে জটলা করতে দেখা যাচ্ছিল দ্রাবিড়দের। শোনা গেল, পিচ নিয়ে নয়, আলোচনা চলেছে আবহাওয়া নিয়ে। ভারতীয় টিম ম‌্যানেজমেন্ট নাকি বারবার জানতে চেয়েছে, রোববার আকাশ এ দিনের মতোই মেঘলা থাকবে কি না? পূর্বাভাস কী বলছে? তখন কী কম্বিনেশন নামানো যেতে পারে? খবর যা, তাতে পিচে টার্ন থাকবে। কিন্তু আকাশ মেঘলা থাকলে মুশকিল। বিপক্ষ ছাউনিতে যে আবার কাগিসো রাবাডা নামের একজন আছেন!

[আরও পড়ুন: সঙ্গী AI! পড়ুয়াদের উদ্ভাবনী শক্তি বাড়াতে উচ্চপ্রযুক্তির ল্যাব বসিরহাটের এই স্কুলে]

তবে ইডেন পিচ, ইডেন আবহাওয়া সংক্রান্ত উৎকণ্ঠা খানিক কমিয়ে দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, রবিবার শহরে মেঘ বা বৃষ্টি কোনওটারই কোনও সম্ভাবনা নেই। বরং ঝকঝকে আবহাওয়া থাকবে, যেমনটা দেখা যাচ্ছে সকাল থেকেই। আবহাওয়া যেমনই থাক ভারতের প্রথম একাদশে অবশ্য বিশেষ বদলের সম্ভাবনা নেই। এমনিতেও ভারতীয় দলের হাতে বিকল্প বিশেষ নেই। হার্দিক ছিটকে যাওয়ায় দলে বদল করতে হলে অনেক কিছু ভাবতে হচ্ছে ভারতীয় দলকে। একটু এদিক ওদিক হলেই ব্যালেন্স বিগড়ে যেতে পারে।

[আরও পড়ুন: মুকেশ আম্বানিকে খুনের হুমকি! তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ]

ইডেনের পিচে বল স্পিন করবে বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা দলও জাদেজা-কূলদীপদের মহড়া শনিবার সেরে রেখেছে। নেটে ডাকা হয়েছিল স্থানীয় দুই স্পিনারকে। বোঝা যাচ্ছে, শামি, বুমরাহ, সিরাজের পেস ত্রয়ীর থেকেও জাদেজা-কূলদীপকে বেশি ভয় বাভুমাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement