সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের বিধ্বংসী ফর্ম অব্যাহত। কালীপুজোর দিন চিন্নাস্বামীতে কে এল রাহুল (KL Rahul), শ্রেয়স আইয়ারদের ব্যাটেই আতশবাজি জ্বলল। তাঁদের দুরন্ত শটের ফুলঝুরিতেই যেন দীপাবলি পালন করলেন ক্রিকেটপ্রেমীরা। এদিন নেদারল্যান্ডসের (India vs Netherlands) বিরুদ্ধে ৪১০ রানের পাহাড় গড়েছে ভারত। ডাচ বোলিংয়ের পাশাপাশি রোহিতদের আক্রমণে ভেঙেছে একাধিক রেকর্ডও। টানা ৯ ম্যাচ জিতে সেমিফাইনালে পা রাখার পথে টিম ইন্ডিয়া (India Cricket Team)।
ভারতীয় ইনিংসের শুরুতেই নজির গড়েন রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি বছরে ৫০ ওভারের ক্রিকেটে ৫৯টি ছক্কা মেরেছেন হিটম্যান। এর আগে কোনও ব্যাটার এক বছরে এতগুলো ছয় মারতে পারেননি। ২০১৫ সালে এক ক্যালেন্ডার ইয়ারে ৫৮টি ছয় মারার নজির ছিল এবি ডি’ভিলিয়ার্সের। ডাচদের বিরুদ্ধে নতুন রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক। তাছাড়াও বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার সময়ে সবচেয়ে বেশি রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই রেকর্ডও টপকে গেলেন হিটম্যান।
[আরও পড়ুন: দীপাবলিতে নবাব যেন বাঙালিবাবু! ধুতি-পাঞ্জাবিতে সইফকে সাজালেন কলকাতার ডিজাইনার]
ভারতীয় হিসাবে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন কে এল রাহুল। এদিন মাত্র ৬২ বলে শতরান করেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় উইকেটকিপার হিসাবে তিন অঙ্কের রানে পৌঁছন তাঁরই সমনামী। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপেই ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রোহিত। ৬৩ বলে তাঁর শতরানের রেকর্ড ছিল। সেই নজির ভাঙলেন তাঁর ডেপুটি।
দল হিসাবেও বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে দ্বিতীয়বার চারশো রান করল ভারত। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বারমুডার বিরুদ্ধে ৪১৩ রান করে মেন ইন ব্লু। রবিবার তার চেয়ে তিন রান কম করে রোহিত ব্রিগেড। তবে বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ভারতের রবিবারের পারফরম্যান্স।