shono
Advertisement

Breaking News

ICC World Cup 2023: বিরাটের সেঞ্চুরির জন্য রান না নেওয়ায় বিতর্ক! সমালোচকদের জবাব দিলেন রাহুল

আম্পায়ারের বিতর্কিত 'ওয়াইড' বলের সিদ্ধান্ত নিয়েও মুখ খুললেন রাহুল।
Posted: 10:22 AM Oct 20, 2023Updated: 10:22 AM Oct 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) মঞ্চ। সেমিফাইনালে খেলা এখনও নিশ্চিত হয়নি। সেমিফাইনালের লড়াইয়ে শেষবেলায় নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অথচ ব্যক্তিগত মাইলফলকের জন্য সিঙ্গল নেওয়া বন্ধ করে দিলেন বিরাট কোহলি! সতীর্থের সেঞ্চুরির জন্য তাঁকে সঙ্গত করে সিঙ্গল নেওয়া বন্ধ করলেন ব্যাটিং সঙ্গী লোকেশ রাহুলও। অনেকেরই ব্যাপারটা ভালো লাগেনি। নেটদুনিয়ায় অনেকেই বলা শুরু করেছেন, যেভাবে দলের জয়ের আগে নিজের মাইলস্টোনের দিকে ছুটেছেন কোহলি সেটা বেশ দৃষ্টিকটু। আরও দৃষ্টিকটু হল, বিরাটের সেঞ্চুরির আগে যেভাবে নিশ্চিত ওয়াইড বলটাও ওয়াইড দিলেন না আম্পায়ার।

Advertisement

বিরাটের হয়ে সেই সব বিতর্কের জবাব দিতে আসরে নামলেন লোকেশ রাহুল (KL Rahul)। ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটার জানিয়ে দিলেন, কোহলির সেঞ্চুরির জন্য সিঙ্গল না নেওয়ার সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন। বিরাটই বরং এমন কিছু করতে চাইছিলেন না।

[আরও পড়ুন: ওয়ানডে-তে বিরাটের ৪৮তম শতরান! পঞ্চমীর রাতে বাংলাদেশকে হারিয়ে শীর্ষে ভারত]

বুধবার বাংলাদেশ বধের পর রাহুল জানান, “বিরাট (Virat Kohli) সংশয়ে ছিল। আসলে ওই আমাকে বলেছিল, এভাবে সিঙ্গল নেওয়া বন্ধ করলে সেটা ভালো দেখাবে না। আর আমি চাই না যে কারও মনে হোক আমি ব্যক্তিগত মাইলফলকের জন্য ছুটছি।” রাহুলের কথা অনুযায়ী তিনিই বিরাটকে বলেন, “আমরা ম্যাচটা এখনও জিতিনি ঠিকই কিন্তু অনায়াসেই জিতব। তাই তুমি যদি মাইলফলকে পৌঁছাতে পার, তাহলে চেষ্টা করতে দোষ কোথায়। তোমার চেষ্টা করা উচিত। আমি সিঙ্গল নেব না।”

[আরও পড়ুন: শুভমান চার মারতেই আনন্দে হাততালি দিলেন সারা! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

যদিও আম্পায়ারের ওয়াইড না দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অবশ্য সেভাবে কিছু বলতে চাননি রাহুল। তাঁর বক্তব্য, এটা খুবই কঠিন সিদ্ধান্ত। আগের ওভারেও একটা বল মাথার উপর দিয়ে গিয়েছিল। সেটা ওয়াইড দেওয়া হয়নি। এই সিদ্ধান্তগুলি নেওয়াটা ভীষণ কঠিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement