সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময়ে তাঁদের সম্পর্কে ব্যাপক টানাপোড়েন ছিল। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা দুই অধিনায়কের তিক্ততা বেরিয়ে পড়েছিল সংবাদমাধ্যমের সামনেও। তবে বিশ্বকাপ সেমিফাইনাল যেন মিটিয়ে দিল সেই দ্বন্দ্ব। উত্তরসূরিকে প্রশংসায় ভরিয়ে দিলেন অগ্রজ। ওয়ানডে ক্রিকেটে বিরাট নজিরের দিনে মহারাজ বললেন, অভূতপূর্ব ইনিংস।
বিশ্বকাপ (ICC World Cup 2023) সেমিফাইনালে ১১৭ রানের দুরন্ত ইনিংস বিরাট কোহলির (Virat Kohli)। একদিনের ক্রিকেটে হাঁকালেন ৫০ তম সেঞ্চুরি। বিশ্বকাপের এক সংস্করণে ৭০০রও বেশি রান করলেন। মেগাম্যাচে জোড়া নজিরের পর বিরাটের প্রশংসায় পঞ্চমুখ গোটা ক্রিকেটদুনিয়া। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
[আরও পড়ুন: জল্পনাতেই সিলমোহর, বিশ্বকাপে ভরাডুবির পরই সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব ছাড়লেন বাবর]
সেই তালিকায় উল্লেখযোগ্য সংযোজন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একটা সময়ে বিরাটের সঙ্গে তাঁর সংঘাত তুঙ্গে উঠেছিল। জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর ভরা সাংবাদিক সম্মেলনে অধিনায়কত্ব যাওয়া নিয়ে সৌরভকে কাঠগড়ায় তুলেছিলেন কোহলি। আগ্রাসী ক্যাপ্টেন্সির অ্যামাবাসেডর দুই তারকার মধ্যে ঠাণ্ডা লড়াই চলেছিল দীর্ঘদিন ধরে। তবে নজির গড়ার দিনে বিরাটের প্রশংসা করতে কার্পণ্য করলেন না সৌরভ। ওয়াংখেড়েতে খেলা দেখার ফাঁকেই জানালেন, অভূতপূর্ব ব্যাটিং করেছেন বিরাট।
কিং কোহলির ৫০ তম সেঞ্চুরির পরে সোশাল মিডিয়াতেও পোস্ট করেন প্রিন্স অফ ক্যালকাটা। বিরাটকে 'মাস্টার' আখ্যা দিয়ে সৌরভের মত, "মাস্টারের অভূতপুর্ব কীর্তি। ওয়ানডে ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি- বহুদিন পরে এমন নজির দেখা গেল। বিরাটকে অনেক অভিনন্দন।"