সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাকিব আল হাসান শেষপর্যন্ত পারলেন না। চোটে কাবু অধিনায়ককে ছাড়াই ভারতের বিরুদ্ধে মহারণে নামতে হল বাংলাদেশকে। অন্যদিকে বাংলাদেশ ম্যাচেও ভারত খেলাল না মহম্মদ শামিকে (Mohommad Shami)।
শাকিব (Shakib Al Hasan) খেলবেন নাকি, খেলবেন না, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর চোটের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে এ প্রশ্ন ঘোরাফেরা করছিল। প্রথমে শোনা যাচ্ছিল, দরকার পড়লে চোট নিয়েও খেলবেন বাংলাদেশের অধিনায়ক। শাকিব নিজে প্রবলভাবে এই ম্যাচটা খেলতে চাইছিলেন।কারণ, ভারতের বিরুদ্ধে ম্যাচটা বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ না জিতলে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। কিন্তু শেষপর্যন্ত শাকিবকে নিয়ে ঝুঁকি নিল না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অধিনায়ককে বাদ দিয়েই প্রথম একাদশ সাজালেন হাথুরেসিংহে।
[আরও পড়ুন: মামলা বেশি, লোকবল কম! চাপ সামলাতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI]
শাকিবের বদলে টস করতে এলেন নাজমূল হোসেন শান্ত। অধিনায়ক হিসাবে এটাই তাঁর প্রথম ম্যাচে। তিনিই জানিয়ে গেলেন, শাকিবের বদলে বাংলাদেশের প্রথম একাদশে আসছেন নাসুম আহমেদ। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অবশ্য তাতে বিশেষ চিন্তার কিছু নেই ভারতেরও। টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজে জানিয়েছেন, তিনি টস জিতলে বলই করতেন। এদিন ভারতীয় দলে কোনও পরিবর্তন হয়নি। মহম্মদ শামিকে খেলানো নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁকে এদিনও সুযোগ দেওয়া হল না।
[আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা! বউবাজারে গ্রেপ্তার স্বামী]
জয়ের হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপের অভিযানটা শুরু হয়েছে ভারতের। রোহিতরা যেরকম দাপুটে ক্রিকেট খেলছেন, তাতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা এখন থেকেই শুরু করে দিয়েছে গোটা দেশ। ভারতীয় সংসারে যখন সুখের বাতাস বইছে, বাংলাদেশ শিবির জুড়ে তখন শুধুই হতাশা আর দুশ্চিন্তা। প্রথমত দলের পারফরম্যান্স তেমন নয়। তার উপর আবার শাকিব আল হাসানকে ছাড়া খেলতে হচ্ছে ভারতের বিরুদ্ধে। চাপ তো থাকবেই।