সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) জন্য একেবারে উত্তেজনাপূর্ণ দিন। প্রথমত, তাঁর পরিচালিত 'দশম অবতার' রিলিজ করেছে এদিন। বাংলার অগ্রিম বুকিংয়ের স্কোর বোর্ডে ইতিমধ্যেই ছক্কা হাঁকিয়েছেন পরিচালক। দ্বিতীয়ত, এদিনই আবার বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ। একে তিনি ক্রিকেটপ্রেমী। উপরন্তু শ্বশুরবাড়িতে বসে নিজের দেশের হয়ে গলা ফাটানো! অনুরাগীরা বলছেন, 'বুকের পাটা আছে বস!'
ঢাকায় বসে বাংলাদেশ সমর্থকদের মাঝে রোহিত শর্মা বাহিনির হয়ে একাই লড়ছেন সৃজিত মুখোপাধ্যায়। পাশেই স্ত্রী মিথিলা। হাসিমুখে ছবি তুললেও পরিচালক মশাইয়ের শ্বশুরবাড়িতে যে আজ 'ঠান্ডা গৃহযুদ্ধ', তা বেশ আন্দাজ করা যাচ্ছে। ক্যাপশনেই পুরো বিষয়টা পরিষ্কার করে দিলেন- "ঢাকায় বসে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখছি। যতটা সম্ভব প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখার চেষ্টা করছি।" তবে সৃজিতকে আগেভাগেই সাবধান করে দিলেন ভক্তরা।
প্রসঙ্গত, এবার জয়ের হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপের অভিযানটা শুরু হয়েছে ভারতের। রোহিতরা যেরকম দাপুটে ক্রিকেট খেলছেন, তাতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা এখন থেকেই শুরু করে দিয়েছে গোটা দেশ। ভারতীয় সংসারে যখন সুখের বাতাস বইছে, বাংলাদেশ শিবির জুড়ে তখন শুধুই হতাশা আর দুশ্চিন্তা। প্রথমত দলের পারফরম্যান্স তেমন নয়। উপরন্তু শাকিব আল হাসানকে ছাড়া খেলতে হচ্ছে ভারতের বিরুদ্ধে। আর সেই আবহেই ঢাকায় শ্বশুরবাড়িতে বসে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়।
[আরও পড়ুন: ‘টাইগার ৩’তে চাই হিট গান, অহংকার ঝেড়ে শেষমেশ অরিজিৎ সিংয়ের শরণাপন্ন সলমন]
এদিকে, অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ‘বাঘাযতীন’কেও টেক্কা দিয়েছে ‘দশম অবতার’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসান যে ছবিতে, সেই ছবি নিয়ে যে দর্শকদের উন্মাদনা থাকবে, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। এবার দেখা গেল অগ্রিম বুকিংয়ের মার্কশিটে বলিউড ছবি ‘গণপত’কেও হারিয়ে দিল সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। রিলিজের আগেই ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। যা কিনা টলিউডের ইতিহাসে রেকর্ড বলেই ধরা হচ্ছে। সেই খবর দিলেন প্রযোজক মহেন্দ্র সোনি। সেই আবহেই ঢাকায় বসে ভারত-বাংলাদেশ ম্যাচে বুঁদ পরিচালক সৃজিত।