সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনা বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে চপারে ভারতের উদ্দেশে রওনা দেন হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। এমন রাজনৈতিক সংকট কাটাতে নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সেখানে অন্যান্য বিদ্বজনদের সঙ্গে রয়েছেন আসিফ নজরুলও।
[আরও পড়ুন: বাংলাদেশে ফের সেনাশাসন! অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের, থাকবে আওয়ামি লিগ?]
কে এই আসিফ নজরুল? পেশায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। গত মাস থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। আন্দোলনের শুরু থেকেই পড়ুয়াদের পক্ষে জোরাল সওয়াল করেছেন। গত শুক্রবারও তাঁকে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে যোগ দিতে দেখা যায়। তবে সোমবার সকালেই তিনি আহ্বান জানান, দেশের পরিস্থিতি যাই হোক না কেন সংখ্যালঘুদের রক্ষা করতে হবে। সেই সঙ্গে বাঁচাতে হবে মন্দিরগুলোকেও।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক অশান্তি হলেই দেখা যায় ক্ষোভের আগুনে পুড়ছে হিন্দু এলাকা, মন্দির। হামলা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে। সেরকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য শিক্ষার্থীদের আগাম সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার পরেই আসিফ নজরুলকে ডাকা হয়েছে সেনার বিশেষ বৈঠকে। তিনি ছাড়াও এই বৈঠকে রয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। বাংলাদেশ সেনার সদর দপ্তরে এই বৈঠক হয়।