সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় অঘটন ঘটে গেল উইম্বলডনে। ছিটকে গেলেন মহিলাদের শীর্ষবাছাই ইগা সোয়াতেক। শনিবার মহিলাদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইউলিয়া পুতিনসেভা ৩-৬, ৬-১, ৬-২-এ ইগাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন। পোলিশ তারকা উইম্বলডনে কখনও ভালো পারফর্ম করতে পারেননি। গতবছর এই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। উইম্বলডনে এটাই তাঁর সেরা সাফল্য। এবার তিনি ভীষণভাবেই চেয়েছিলেন উইম্বলডনে (Wimbledon) সেরাটা উজাড় করে দিতে। কিন্তু এবারও তিনি ব্যর্থ হলেন।
[আরও পড়ুন: ইউরো সেমিতে স্পেন-ফ্রান্স মহারণ, শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ড-নেদারল্যান্ডসও]
অন্যদিকে, মহিলাদের চতুর্থ বাছাই এলেনা রাইবাকিনা ৬-০, ৬-১-এ উড়িয়ে দিলেন ক্যারোলিন উজনিয়াকিকে। ইলিনা স্বিতোলিনা ৬-১, ৭-৬(৭-৪)-এ হারালেন ওনস জাবেউরকে। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের ম্যাচে জেলেনা ওস্টাপেঙ্কো ৬-১, ৬-৩-এ উড়িয়ে দিলেন বের্নাডা পেরাকে। ১৭তম বাছাই আনা কালিনস্কায়া ৭-৬(৭-৪), ৬-২-এ হারালেন লিউমিলা স্যামসোনোভাকে। বারবোরা ক্রেজিকোভা ৬-০, ৪-৩-এ এগিয়ে থাকা অবস্থায় ওয়াকওভার পেলেন। দ্বিতীয় বাছাই কোকো গফ ৬-৪, ৬-০-এ সোনে কার্টালকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন। এমা রাদুকানু ৬-২, ৬-৩-এ নবম বাছাই মারিয়া শাকারিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন। ম্যাডিসন কেইস ৬-৪, ৬-৩-এ মারিয়া কোস্তিউকে হারিয়ে পরের রাউন্ডে চলে গেলেন।
এদিকে, চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন পুরুষ বিভাগের শীর্ষ বাছাই জানিক সিনার। সিঙ্গলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিনার প্রতিপক্ষ মিওমির কেমানোভিচকে দাঁড়াতেই দিলেন না। শীর্ষবাছাই সিনার ৬-১, ৬-৪, ৬-২-এ উড়িয়ে দিলেন মিওমিরকে। চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভ অবশ্য কষ্টার্জিত জয় পেয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন। তৃতীয় রাউন্ডের ম্যাচে চতুর্থ বাছাই জেরেভ স্ট্রেট সেটে ৬-৪, ৬-৪, ৭-৬(১৭-১৫) ব্যবধানে হারালেন ক্যামরন নরিকে। নবম বাছাই অ্যালেক্স মিনাউর তৃতীয় রাউন্ডের ম্যাচে ওয়াকওভার পেলেন। খেললেন না লুকাস পৌলিকে। পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ভারতের ইউকি ভামব্রি ও আলবানো অলিবেত্তি জুটি ৬-৪, ৪-৬, ৩-৬-এ হেরে গেলেন কেভিন ক্রাভিৎজ ও টম পুয়েৎজে জুটির কাছে। ডাবলসে দ্বিতীয় বাছাই রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি বিদায় নিলেন। দ্বিতীয় রাউন্ডে হেনড্রিক জেবেন্স ও কনস্ট্যান্টিন ফ্রান্টজেন ৬-৩, ৭-৬ (৭-৪)-এ হারালেন বোপান্না-এবডেন জুটিকে।