স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন এবং সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের প্রথম দুই ম্যাচের জন্য প্রাথমিক ২৮ জনের দল ঘোষণা করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। প্রাথমিক ভাবে ২৮ জনকে বেছে নিয়েছেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)।
শুক্রবার ফুটবলারদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। যোগ্যতা নির্ণয় পর্বের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর, কুয়েতের আল আহমেদ সিটি স্টেডিয়ামে। প্রতিপক্ষ দেশ কুয়েত। পরের ম্যাচে ভারতের সামনে কাতার। এই প্রতিযোগিতায় নামার আগে ভারতীয় দলের ফুটবলাররা প্রস্তুতি শিবির করতে ৮ নভেম্বর উড়ে যাবেন দুবাই।
[আরও পড়ুন: আঁচ ভারতেও! হামাস-ইজরায়েল সংঘাতে সুনাকের সঙ্গে আলোচনা ‘উদ্বিগ্ন’ মোদির]
একনজরে দেখে নেওয়া যাক ২৮ জনের ঘোষিত প্রাথমিক ভারতীয় দল:
গোলকিপার: আমরিন্দার সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পুজারী, রাহুল বেকে, রোশন সিং, সন্দেশ জিঙ্ঘান, সুভাশিস বসু।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, গ্লেন মার্টিন্স, লালেনমাঙ্গয়াইয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দাকুমার, রোহিত কুমার, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং, উদান্তা সিং।
ফরোয়ার্ড: ইশান পন্ডিতা, লাললিয়ানজুায়লা ছাংতে, মনবীর সিং, রাহুল কান্নোলয় প্রভীন, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।