সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইগর স্টিমাচের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ। নতুন কোচকে শুভেচ্ছা জানিয়েছেন স্টিমাচ। একই সঙ্গে সতর্কও করে দিয়েছেন তিনি। জানিয়েছেন, চলার পথ মোটেও সরল হবে না। এই পথ দুর্গম।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্টিমাচের প্রশিক্ষণে ভারতীয় ফুটবল দল ব্যর্থ হয়েছে। তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারেননি গুরপ্রীত সিং সান্ধুরা। ভারত ব্যর্থ হওয়ায় চাকরি থেকে বরখাস্ত হন স্টিমাচ। তার পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে।
[আরও পড়ুন: ICC-র বার্ষিক সাধারণ সভায় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনাই হল না BCCI ও PCB-র, কেন?]
সর্বভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন ক্রোয়েশিয়ান কোচ। এদিন তিনি মানোলো মার্কেজকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় লেখেন, ''ডিয়ার মানোলো,
ভারতীয় ফুটবল দলের হেড কোচ হওয়ায় অভিনন্দন জানাই। এই জার্নি মোটেও সুগম হবে না। কিন্তু ভারতীয় ফুটবলারদের সঙ্গে তোমার কাজ করার অভিজ্ঞতা সব কিছু বলে দিচ্ছে। ব্লু টাইগার্সকে পরবর্তী পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তুমিই যোগ্য ব্যক্তি। শুভেচ্ছা রইল বন্ধু।''
ইগর স্টিমাচের জায়গায় তিন বছরের জন্য ভারতীয় কোচ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন এফসি গোয়ার মানোলো। একাধারে তিনি জাতীয় কোচ। আবার আরেক পাশে তিনি এফসি গোয়ার কোচ।